সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

উয়েফা নেশনস লিগ

মডরিচে চড়ে ফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

গোল করে ও গোল করিয়ে ক্রোয়েশিয়াকে নেশনস লিগের ফাইনালে তুলেছেন মডরিচ - ছবি: সংগৃহীত

ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলছিল। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ানো ক্রোয়েশিয়ার জয় তখন কেবলই সময়ের ব্যাপার। কিন্তু ফুটবলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তো শেষ বলে কিছু নেই! নাটকীয়ভাবে সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল নেদারল্যান্ডস। পরে অবশ্য আর তেমন কিছু করে দেখাতে পারল না ডাচরা। দুর্দান্ত জয়ে উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের ফাইনালে উঠল ক্রোয়াটরা।

লুকা মডরিচের শো চলছে। অসাধারণ ফুটবলও খেলে যাচ্ছে ক্রোয়েশিয়া। বুধবার রাতে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ৪-২ গোলে নেদারল্যান্ডসে হারিয়েছে ক্রোয়াটরা। দুর্দান্ত খেলেছেন বুড়ো মডরিচ, পার্থক্য গড়ে দিয়েছেন ব্রুনো প্যাটকোভিক।  

ম্যাচের ৩৪ মিনিটে ম্যাচে লিড নেন ডাচরা। গোল করেন ডোনয়েল মালেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই গোল শোধ করে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে ক্রোয়াটদের গোল এনে দেন আন্দ্রেজ ক্রামারিক। কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়াকে ওই পেনাল্টি উপহার দেন লিভারপুল স্ট্রাইকার কোডি গাপকো। 

ম্যাচের ৫৫ মিনিটে বক্সে পেছন থেকে এসে অহেতুক মডরিচকে ফাউল করেন গাকপো। বাঁশি বাজারে দেরি করেননি রেফারি। এরপর ৭২ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে লিড এনে দেন পাসালিক। ওই গোলেই ফাইনালে এক পা দিয়ে ফেলেছিল ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। 

কিন্তু ছেড়ে কথা না বলা ডাচরা ওই গোল যোগ করা সময়ে শোধ করে দেয়। ম্যাচের ৯৮ মিনিট অর্থাৎ শেষ বাঁশির ঠিক আগে গোল করেন তরুণ উইঙ্গার নোয়া ল্যাং। ক্রোয়েশিয়ার বক্সে জটলার মধ্যে ছোট্ট ভলি করে জালে বল পাঠান তিনি। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৫ জুন ২০২৩)

অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয় ক্রোয়েশিয়া। ম্যাচের ৯৮ মিনিটে লুকা মডরিচের বাড়ানো বল ধরে বক্সের বাহির থেকে দুর্দান্ত এক শট নিয়ে গোল করেন ব্রুনো পেটকোভিক। তিনি ১১৬ মিনিটে পেনাল্টি আদায় করে দেন। যা থেকে ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠিয়ে দেন রিয়ালের মাদ্রিদের ৩৭ বছর বয়সী মিডফিল্ডার লুকা মডরিচ।  

আগামী ১৯ জুন নেশনস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসের ফায়েনর্ড স্টেডিয়াম বা ডি কুইপে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অথচ ঘরের মাঠে দর্শক থাকতে হবে ডাচদের। ক্রোয়াটদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালির মধ্যকার জয়ী দল।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন