নিশান তালুকদার
ভারতের শিলংয়ের ট্যাক্সি চালকের ছেলে এসএসএলসি, ২০২৩ পরীক্ষায় শীর্ষ ২০-এর অধীনে ১৭ তম স্থান অর্জন করে তার বাবা-মা এবং শিক্ষকদের জন্য গৌরব বয়ে এনেছে।
নংমিনসং এর সেন্ট জর্জ সেকেন্ডারি স্কুলের নিশান তালুকদার দরিদ্রতার সঙ্গে লড়াই করে সাফল্যের গল্প লিখেছে। স্কুলের অধ্যক্ষ সাইমন জোসেফ এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।
তার ট্যাক্সি চালক বাবাকে পরিবারকে টিকিয়ে রাখার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে।
সে এখন লাবান বাংলা উচ্চমাধ্যমিক স্কুলে উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে চায়।
খবরটি শেয়ার করুন