রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

বয়স্কদের ২০০০ টাকা কর থেকে অব্যাহতির অনুরোধ কাজী নাবিলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রিটার্ন জমা দিতে ন্যূনতম ২০০০ টাকা কর প্রদানের বিষয়টি ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অব্যাহতি দেওয়ার জন্য বিবেচনার অনুরোধ করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সোমবার (৫ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন।

গত ১ জুন সংসদে পেশ করা বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেন।

এদিকে, বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কারখানা থেকে বাজারে কলম সরবরাহের সময় কর আরোপ করা হবে। এর ফলে কলমের দাম বাড়বে। কলমের ওপর প্রস্তাবিত করও প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাবিল আহমেদ।

আরো পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দেশ, নতুন যে তথ্য দিলো আবহাওয়া অফিস

অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের কলমের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে। যেহেতু এটা শিক্ষা উপকরণ, সেটাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাই। রিটার্ন জমা দিতে গেলে ২০০০ টাকা ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী ব্যক্তির ক্ষেত্রে বিবেচনার অনুরোধ জানাচ্ছি।

কাজী নাবিল বলেন, বিশ্বের তুলনায় আমাদের ট্যাক্স টু জিডিপি এখনও কম। আমাদের এটি ৯ শতাংশ, পার্শ্ববর্তী অনেক দেশে সেটা ১৭ থেকে ২০ শতাংশ রয়েছে। এজন্য আমাদের করজালকে আরও বিস্তৃতির চেষ্টা করতে হবে। প্রয়োজনে আমাদের 'কর শুমারি' করতে হবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন