বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

বেড়ানোর জন্য সেরা ৫টি মরুভূমি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছুটি কাটানোর কথা ভাবলেই আমরা সাধারণত সমুদ্র ও পাহাড়ে যাওয়ার চিন্তা করি। মরুভূমিতেও যে বেড়াতে যাওয়া যায়, বেশিরভাগ সময়ই তা মাথায় আসে না। চমকপ্রদ প্রাকৃতিক ভূচিত্রের মরুভূমিও যে রহস্যময় ও রোমাঞ্চকর হতে পারে তা আমরা প্রায়ই ভুলে যাই। মরুভূমিতে সাফারি কষ্টকর হলেও আপনি যদি হন অ্যাডভেঞ্চারপ্রেমী, তাহলে একবার চেষ্টা করতেই পারেন।

তাই সামনের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা করার সময় বিবেচনা করতে পারেন এই ৫ মরুভূমির কথাও।

সাহারা মরুভূমি

মরুভূমির কথা ভাবলে সম্ভবত সাহারা মরুভূমির নামই মনে আসে প্রথমে। মনে রাখতে হবে, এটি বিশ্বের উষ্ণতম মরুভূমি। তাই বসন্ত বা শরৎকালে যখন আবহাওয়া কিছুটা সহনীয় পর্যায়ে থাকে তখন সাহারা মরুভূমিতে যাওয়ার পরিকল্পনা করাই ভালো। মরুভূমির সাফারিতে বালির টিলার উপর দিয়ে গাড়ি চালানোর সময় যেকোনো মুহূর্তে গাড়ি বিধ্বস্ত হয়ে যাবে বলে মনে হতে পারে! তবে এটি কিন্তু অ্যাডভেঞ্চারের আনন্দ দেবে আপনাকে। তাপমাত্রা কিছুটা অপ্রীতিকর অনুভূতি দিলেও জায়গাটি আপনাকে মুগ্ধ করবে।

আরো পড়ুন: স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ ভারতের অরুণাচলের মেচুখা

গোবি মরুভূমি

মঙ্গোলিয়ান গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি। আপনার পরবর্তী চীন ভ্রমণের অংশ হতে পারে এটি। গোবি মরুভূমি অন্য মরুভূমির চেয়ে একটু আলাদা। কারণ এটি তুলনামূলক কম বালুকাময় এবং পাথরেই বেশি ঢাকা। গোবি মরুভূমিতে ৩৩টি ছোট মরুভূমি রয়েছে, যার প্রতিটি নিজস্ব নিখুঁত প্রাকৃতিক ভূচিত্রের জন্য পরিচিত। সেখানে গেলে 'গালবিন গোবি' মরুভূমি দর্শন না করলেই নয়। মঙ্গল গ্রহের মতো লাল মাটি আর উট আপনার ভ্রমণের আগ্রহকে পরিতৃপ্ত করবে।

থর মরুভূমি

খুব বেশি দূর ভ্রমণ করতে চান না কিন্তু মরুভূমিতে ছুটি কাটানোর অভিজ্ঞতা চান? তাহলে থর মরুভূমি হতে পারে আপনার জন্য উপযুক্ত জায়গা। এই ভারতীয় মরুভূমি উষ্ণ ও আর্দ্র, তাই বলে এটি  পরিদর্শন করা থেকে বিরত থাকবেন না যেন! এ মরুভূমিতে ভ্রমণ আপনাকে কেবল মরুভূমির দৃশ্যের মধ্যেই আটকে রাখবে না, সেখানকার বিরল নীলগাই এবং রাজস্থানী সংস্কৃতি অবলোকন করার সুযোগও দেবে। পাহাড়, উট, বালির টিলা এবং আরও নানা কিছুর সম্মিলনে থর মরুভূমি ভ্রমণ আপনাকে বেশ অ্যাডভেঞ্চারের অনুভূতি দেবে। এজন্য ১ দিনের ভ্রমণে না এসে অন্তত ২ দিন সময় হাতে রেখে ঘোরার পরিকল্পনা করা যেতে পারে।

কালো সাদা মরুভূমি

আপনি যদি মিশরে যান তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালো সাদা মরুভূমিতে যাওয়ার সুযোগ হাতছাড়া করা একেবারেই উচিত হবে না। নামের মতোই মরুভূমির কিছু অংশ কালো বালু ও অন্যান্য অংশ সাদা বালুতে ঘেরা। জায়গাটিতে দেখা যাবে বহু বছর আগেকার পরিত্যক্ত স্ফিংস, মানুষ এবং অন্যান্য নানা জিনিসের মূর্তি। ফলে এটি যাদুঘর ভ্রমণের অভিজ্ঞতার মতো মনে হতে পারে।

নামিব মরুভূমি

ছোট কিন্তু চমৎকার নামিব মরুভূমিকে বিশ্বের প্রাচীনতম মরুভূমি মনে করা হয়। উপকূলীয় মরুভূমি হওয়ায় এখানে আপনার যে অভিজ্ঞতা হবে তা অন্যান্য মরুভূমির মতো নয়। এই মরুভূমিতে রয়েছে হাতিসহ নানা বন্যপ্রাণী। ভাগ্যবান হলে ফার সিলেরও দেখা মিলতে পারে। এ ছাড়া মরুভূমির লাল টিলাগুলোর কথা না বললেই নয়। এগুলো ৩৫০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সব মিলিয়ে, নামিব মরুভূমি আপনাকে এমন অভিজ্ঞতা দেবে যা অন্য কোনো মরুভূমি থেকে পাবেন না।

এসি/


মরুভূমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন