সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান *** গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে 'তুলনা' করলেন ফরাসি রাষ্ট্রদূত *** শ্রীলঙ্কাকে উড়িয়ে সমতায় ফিরল বাংলাদেশ *** বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ভেঙে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণকাজের উদ্বোধন কাল *** শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ *** মোসাদের হয়ে কাজ করতেন যৌন অপরাধী এপস্টেইন: কার্লসন *** মিয়ানমারে উলফার ক্যাম্পে ভারতের ড্রোন হামলার অভিযোগ, প্রতিশোধের হুমকি সংগঠনটির *** যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই *** নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ আওয়ামী লীগেরই *** ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, বেঁচে যান অল্পের জন্য

মশার লার্ভা নির্মূলে ব্যবহৃত জৈব কীটনাশক

বিটিআই কেলেঙ্কারিতে মার্শাল অ্যাগ্রোভেট ও চীনা নাগরিকের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

মশার লার্ভা নির্মূলে ব্যবহৃত জৈব কীটনাশক বিটিআই

ডেঙ্গু বহনকারী এডিস মশার লার্ভা নির্মূলে ব্যবহৃত জৈব কীটনাশক বিটিআই আমদানির কেলেঙ্কারিতে মার্শাল এগ্রোভেট এবং একজন চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে গত সোমবার (২১ আগস্ট) গুলশান থানায় মার্শালের চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করে ডিএনসিসি। 

সিটি কর্পোরেশনের আইনজীবী সাজেদ আহমেদ বলেছেন, তারা চীনা নাগরিক লি কিয়াং-এর বিরুদ্ধে মামলা করেছেন। কারণ তিনি নিজেকে ভুলভাবে সিঙ্গাপুরের একটি ফার্ম বেস্ট কেমিক্যালের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করেছিলেন।

গুলশান থানার ওসি ফরমান আলী বলেন, আমরা মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

ডেঙ্গুর রোগ ছড়ানোর জন্য দায়ী এডিস মশার লার্ভা মোকাবিলায় ডিএনসিসি গত ৭ আগস্ট বিটিআই চালু করে।

আরো পড়ুন: চীনা পণ্য আমদানিতে জালিয়াতির অভিযোগ কাস্টমসের ৫ কর্মকর্তার বিরুদ্ধে

তারা জানিয়েছিল, মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রির মাধ্যমে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে পাঁচ টন বিটিআই কীটনাশক সংগ্রহ করে।   

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, বেস্ট কেমিক্যাল একটি বিবৃতি জারি করে। এতে তারা বাংলাদেশে বিটিআই সরবরাহের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। 

যেহেতু মার্শাল এগ্রোভেট তাদের দাবিকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, বিটিআিই বেস্ট কেমিক্যাল থেকে সংগ্রহ করা হয়েছে, এতে প্রতারণার আশ্রয় নেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ডিএনসিসি। 

এসকে/ 

ডিএনসিসি মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রির বিটিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন