সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল শাম্মী, মাঠে রইল পঙ্কজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে একই আসনে অনুমতি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।

রোববার (৩রা ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে আলোচিত এ দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

সোমবার (৪ঠা ডিসেম্বর) শুনানি শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম ঘোষণা করেন, বরিশাল-৪ আসনে দুটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শাম্মী আহমেদ, দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

আরো পড়ুন: সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

এ ছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আসাদুজ্জামান। তার দল মনোনয়ন বাতিল করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এসকে/ 

মনোনয়ন বৈধ মনোনয়ন বাতিল শাম্মী আহমেদ সংসদ সদস্য পঙ্কজ নাথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন