মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, কিন্তু প্রস্তুতি নিয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘোরাঘুরি মানেই মনের শান্তি । ঘুরতে আমরা সবাই পছন্দ করি। যদি অবার সেটা হয় পাহাড় ভ্রমণ তাহলে তো কোনো কথাই নেই। বর্ষায় পাহাড়ে ঘুরতে যাওয়ার মধ্যে রয়েছে আলাদা রোমাঞ্চদ। বর্ষায় পাহাড়ে ভ্রমণ পরিকল্পনা করার আগে বাড়তি সতর্ক থাকতে হয়। 

বর্ষায় পাহাড় ঘুতে যেমন মজা আছে তেমনই চলে আসে সতর্কতা অবলম্বনের বিষয়। বর্ষার মৌসুমে ভিজে পাহাড়গুলো বেশ পিচ্ছিল হয়ে থাকে। এতে ট্রেকিং এর সময় পা পিছলে পড়ার ভয় থাকে।

তাই বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:

১) হাতে অতিরিক্ত দিন: চার দিনের ভ্রমণ পরিকল্পনা থাকলে হাতে এক-দু’দিন সময় বাড়তি রেখে টিকিট কাটুন। বর্ষায় পাহাড়ে মাঝেমধ্যেই ধস নামে, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় বেরোনোও বন্ধ হতে পারে, তাই বাঁধাধরা সময় হাতে নিয়ে গেলে আপনার ঘোরার মজাটাই নষ্ট হয়ে যেতে পারে। এক দু’দিন বাড়তি সময় হাতে রাখলে সময় সুযোগ বুঝে ঘুরতে পারবেন।

২) আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর: পাহাড়ে পৌঁছনোর পর কোথাও ঘুরতে যাওয়ার আগে বা ট্রেক করতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাস থাকলে ট্রেকে না যাওয়াই ভাল। মাঝপথে নইলে বিপদে পড়তে হবে।

৩) স্থায়ীয়দের উপর ভরসা: বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিংবা বৃষ্টি হলে সেই পরিস্থিতি কোথায় ঘুরতে যাওয়া নিরাপদ হবে, তার জন্য গুগলের উপর ভরসা না করে স্থানীয়দের উপর ভরসা রাখাই ভাল। ভারী বর্ষার মধ্যে নিজে নিজে কোথাও বেরিয়ে পড়া নিরাপদ হবে না, একান্তই কোথাও বেরোতে হলে স্থানীয় ড্রাইভার সঙ্গে রাখুন।

৪) জুতো ও জামাকাপড়ে নজর: বর্ষায় ঘুরতে যাওয়ার আগে রেইন কোট কিনতে ভুলবেন না। এই সময় পাহাড়ের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে যায়, তাই হালকা শীতের পোশাকও সঙ্গে রাখতে হবে। একটা ভাল ওয়াটারপ্রুফ জুতো কিনুন। বর্ষায় ভাল জুতো না হলে পাহাড়ে ঘুরতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে।

৫) মশা মারার ধূপ ও ক্রিম: বর্ষায় চারদিকে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই যেখানেই যাচ্ছেন সঙ্গে মশা মারার ধূপ, মশা থেকে দূরে থাকার জন্য গায়ে মাখার ক্রিম সঙ্গে রাখুন।

বর্ষায় পাহাড়ে ঘুরতে গিয়ে বেশির ভাগ সময়টা আপনাকে হোটেল কিংবা বাসায় কাটাতে হতে পারে, তাই হোটেলে বসে কীভাবে সময় কাটাবেন সেই প্রস্তুতিও নিয়ে রাখুন। বিভিন্ন ধরনের গেমস, গল্পের বই, স্পিকার ইত্যাদি সঙ্গে রাখুন। পাহাড়ে রোমাঞ্চকর পরিবেশে হোটেলের রুমে থেকেও পরিবারের সঙ্গে কিংবা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে মন্দ লাগবে না।

এস/ আই. কে. জে/

পাহাড় ভ্রমন বর্ষাকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250