রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের প্রতি শেখ হাসিনার ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তার অনুভূতি, অবস্থান এবং ভালোবাসায় তারা কৃতজ্ঞ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ থেকে প্রায় ৪ হাজার মাইল দূরে ফিলিস্তিন। তবুও আপনারা আমাদের প্রতিবেশি। আপনারা যখন ফিলিস্তিনিদের পক্ষে জোরে চিৎকার করেন, সেই আওয়াজ আমাদের কাছে পৌঁছায়।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আমাদের সাহস দিয়েছে। আমরা সংগ্রামের শক্তি ও সাহস পাচ্ছি। আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, পরিবারের সদস্যদের মেরে ফেলা হচ্ছে। সেই গল্পগুলো সঠিকভাবে আসে না। যেখানে পশ্চিমারা ইসরাইলের পক্ষ নিচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। আপানাদের আওয়াজ আমাদেরকে এইটাই বলে যে, আমরা ফিলিস্তিনি একা না। আপনারা আমাদের পাশে আছেন, আমাদের সঙ্গে আছেন।

তিনি বলেন, আমরা শেখ হাসিনার প্রতি গর্বিত। তিনি তার অনুভূতি, অবস্থান এবং ভালোবাসা ফিলিস্তিনের জন্য প্রদর্শন করেন, এ জন্যে আমরা তার কাছে চির কৃতজ্ঞ।

আরো পড়ুন: ফিলিস্তিনে ৫০০ কেজি শুকনা খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করছি, শান্তির জন্য লড়াই করছি। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। 

এসকে/

শেখ হাসিনা বাংলাদেশ ফিলিস্তিন কৃতজ্ঞতা সাহায্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন