বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

প্রিয় মানুষটির কাছে যে ৮টি জিনিস চায় নারীরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

নারীরা কী চান! চিররহস্যময় এ প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। যাহোক, এ নিয়ে পুরুষদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। কেননা নারীদের পছন্দ, চাওয়া ইত্যাদির বিস্তর অনুসন্ধান করেছেন গবেষকরা। উন্মোচিত হয়েছে অনেক রহস্য।

এ তালিকাটি বেশ দীর্ঘ। তবে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পর মাত্র ৮টি মূল বিষয় পেশ করা হয়েছে পুরুষের সামনে। নারীদের পছন্দ-অপছন্দের বিষয়ে অভিজ্ঞরা বলেন, পুরুষের কাছ থেকে নারীরা এই ৮টি জিনিস পেতে পাগলপ্রায় হয়ে থাকেন।

অতএব, জেনে নিন কোন ৮টি বিষয় আপনার মধ্যে থাকলে একজন নারীর চোখে আপনিই হবেন সবচেয়ে আদর্শ পুরুষ।

গুড মর্নিং, গুড নাইট বার্তা

আপনি যদি কোনো নারীর সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে দিনের শুরুতে আর শেষে তাঁকে স্মরণ করতে ভুলবেন না। সম্পর্কে অনেক জটিল পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন। কেননা, নারীরা অনেক সময় দামী উপহারের চেয়ে সাধারণ ছোট ছোট বার্তাকে বেশি গুরুত্ব দেন।

জড়িয়ে ধরা

এমন অনেক মুহূর্ত আসে, যখন প্রিয় মানুষ বা সংগী একবার জড়িয়ে ধরলেই মনে হয়, আপনার সমস্যা সমাধান হয়ে গেছে অনেকটাই। নারীরা এটা জানেন এবং চান আপনি তাঁকে জড়িয়ে ধরুন। দিনটা তাঁর জন্য সহজ হয়ে যায়।

গভীর লম্বা কথোপকথন

প্রেম বা বিয়ের সম্পর্ক অথবা যেকোনো সম্পর্কের ক্ষেত্রে লম্বা, গভীর কথোপকথন গুরুত্বপূর্ণ নিরাময় হিসেবে ভূমিকা পালন।

একসঙ্গে ছবি তোলা

সঙ্গিনী মুখ ফুটে বলুক বা না বলুক, জেনে রাখুন আপনার সঙ্গে ছবি তোলার মুহূর্তটি তাঁর দিনের সেরা মুহূর্তগুলোর একটি! তাই সময়–সুযোগ পেলেই নিজেদেরকে এক ক্লিকে ফ্রেমবন্দী করতে ভুলবেন না। 

চমকে দিন

ছোট ছোট চমক সম্পর্কে বড় ইতিবাচক প্রভাব ফেলে, তাই ছোট চমককে অবহেলা নয়, বরং মাঝেমধ্যে চমকে দেওয়া খুবই জরুরি।

প্রেমিকার আত্মীয়স্বজনকে সম্মান করুন

এই একটা বিষয়, সম্পর্কে থাকা নারী-পুরুষ সবার জন্য জরুরি। দুজনকেই দুজনের আত্মীয়স্বজনকে সম্মান করতে হবে। করতে হবে মানে করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

আরো পড়ুন: প্রাক্তনকে আজ ক্ষমা করে দিন

মিথ্যা নয়

যা-ই করুন, যা-ই ঘটুক, ঘরে এসে স্ত্রীকে খুলে বলুন। সংসারজীবন সহজ হয়ে যাবে। একবার মিথ্যার আশ্রয় নিয়েছেন তো জীবন মিথ্যার দুষ্টচক্রে পেঁচিয়ে যাবে আষ্টেপৃষ্ঠে।

নারীর স্বভাবের একটা মজার বিষয় হলো, তাঁরা অনেক বড় বড় আঘাত অনেক ছোট ছোট উপহার দিয়ে বদলে ফেলতে পারেন। ছোট ছোট বিষয়গুলোই গুরুত্ব দিয়ে মনে রাখেন।

তাই অফিস থেকে ফেরার পথে মাঝেমধ্যে বেলি ফুলের মালা আনলে ক্ষতি কী! বিশ্বাস করুন, কাজের বিরতিতে এক শব্দের একটা বার্তা, ‘ভালোবাসি’-ই তাঁকে সারা দিন খুশি রাখার জন্য যথেষ্ট! সঙ্গে চুমুর ইমোজি জুড়ে দিতে ভুলবেন না।

এসি/ আই.কে.জে

প্রিয় মানুষ নারীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250