সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

পেঁয়াজের ভালো ফলনে খুশি কৃষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কৃষকরা বলছেন, এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। আর ১০-১২ দিনের মধ্যে সব পেঁয়াজ বাজারে উঠবে। চাঁপাইনাবগঞ্জে এবার পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার বিঘা জমিতে। জেলার রামচন্দ্রপুর গ্রামের পেঁয়াজ চাষি আতাউর রহমান বলেন, ‘আমরা ১ বিঘা করে চাষের জন্য কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসেবে পেয়েছি ভারতীয় এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ, সার-কীটনাশক ও ২ হাজার ৮০০ টাকা। এতে পেঁয়াজ চাষে খরচ খুবই কম হয়েছে। পেঁয়াজ কয়েকটি উঠিয়ে দেখেছি, ভালো ফলনও হয়েছে। আশা করছি এবার লাভবান হবো।’

শিবগঞ্জ উপজেলার পেঁয়াজ চাষি আসাদুল ইসলাম বলেন, ১০-১৫ দিনের মধ্যে সব পেঁয়াজ ঘরে তুলে বিক্রি করবো। কিছু পর্যায়ক্রমে উঠানো হচ্ছে। ১ বিঘায় ফলন হচ্ছে প্রায় ১০০ মণ। এগুলো বিক্রি করেছি ৩ হাজার টাকা মণ দরে।

আরো পড়ুন: বাগানে বিশেষ লাইট ব্যবহারে বাড়ছে ড্রাগন ফলের উৎপাদন

তিনি বলেন, সবগুলো পেঁয়াজ উঠিয়ে বিক্রি করার মতো হয়নি। তবে কিছু পেঁয়াজ উঠিয়েছি। পেঁয়াজের আকারও হয়েছে বেশ বড়। একেকটির ওজন ২০০-৩০০ গ্রাম। ১ বিঘায় ফলন ১১০ থেকে ১২০ মণ হবে বলে আশা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক পলাশ সরকার বলেন, ‘জেলায় ৩ দফায় সাড়ে ৪ হাজার কৃষককে প্রণোদনা দিয়ে সাড়ে ৪ হাজার বিঘা জমিতে ভারতীয় এন-৫ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করানো হয়। এবার পেঁয়াজের ফলন খুবই ভালো। এতে পেঁয়াজ চাষিদের মুখে হাসি ফুটছে।’

এসি/ আই. কে. জে/



পেঁয়াজ বাম্পার ফলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন