বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’

পাঁচদিনের ছুটি শেষে ঢাকায় ফেরা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে সোমবার (২৪ এপ্রিল)। ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরতে শুরু করেছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা।

জানা গেছে, সোমবার থেকে রমজানের আগের সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস। ফলে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যাওয়া সরকারি-বেসরকারি চাকরিজীবিদের অনেকেই সোমবার অফিস করতে রোববারই ঢাকায় ফিরতে শুরু করেছেন।

রোববার (২৩ এপ্রিল) রাজধানীর ধোলাইপাড় ও সায়দাবাদ ঘুরে দেখা গেছে, সকাল থেকে ফাঁকা সড়কগুলোতে কিছুক্ষণ পরপর এসে থামছে যাত্রীবাহী গাড়ি। এসব গাড়িতে করে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের অধিকাংশই চাকরিজীবী।

পরিবহন শ্রমিকরা জানান, সোমবার থেকে অফিস হওয়ায় আজই মানুষজন গ্রাম থেকে ফিরছেন। ঢাকা থেকে ফাঁকা গাড়ি গিয়ে বিভিন্ন এলাকা থেকে যাত্রী ভরে আসছে। আজ ফেরার পথে যাত্রীর চাপ আছে। তবে অনেকে বাড়তি ছুটি নিয়ে পরে ঢাকায় ফিরবেন বলেও জানান তারা।

বরিশাল থেকে আগত শফিকুল ইসলাম বলেন, ‘ঈদ করতে বাড়ি গিয়েছিলাম। ছুটি শেষ তাই স্ত্রী-সন্তানদের রেখে নিজে দ্রুত চলে এসেছি। কাল থেকে তো অফিসে যেতে হবে। বৃহস্পতিবার অফিস করে বউ-বাচ্চাদের আনতে আবার বাড়ি যাবো। ওরা কিছুদিন বাড়িতে থাকুক আব্বা-আম্মার সঙ্গে। আমি তো অফিসের জন্য চলে এলাম তাড়াহুড়ো করে।’

নোয়াখালী থেকে সায়দাবাদে এসে নেমেছেন শামসুন্নাহার। সেখানে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, কাল থেকে অফিস খোলা। তাই আজ ঢাকায় চলে এলাম, কাল অফিসে যোগ দেবো। বাড়ির সবাই আরও থাকতে অনুরোধ করেছে, কিন্তু উপায় ছিল না।’

তিনি বলেন, ‘আমাদের বেসরকারি অফিসগুলো ছুটি শুরুর বেলায় সরকারি নিয়ম না মানলেও খোলার বেলায় সরকারি অফিসের সঙ্গে মিল রাখে, এটা একটা বড় সমস্যা। বাড়িতে মাত্র তিনটা দিন থাকলাম, এখন তো খারাপ লাগছে, এত দ্রুত আসতে হলো।’

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করে সরকার।

এম/ আইকেজে 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250