রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

নতুন গন্তব্যের জন্য মেসিকে শুভকামনা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজি অধ্যায় শেষ লিওনেল মেসির। যেকোনো সময় নতুন ক্লাবের সঙ্গে তার চুক্তির ঘোষণা আসতে পারে। এরমধ্যে সামাজিক মাধ্যমে নতুন গন্তব্যের জন্য প্রিয় বন্ধুকে শুভকামনা জানিয়েছেন নেইমার।

শনিবার (৩ জুন) লিগ ওয়ানে পিএসজির হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা নেইমার মাঠে না নামলেও, মেসি-রামোসদের বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে লিগ জয়ের আনন্দও উদযাপন করেন তিনি। মাঠে নেমে বিদায় জানান মেসিকে। শেষবারের মতো ভাগ করে নেন পিএসজির ড্রেসিংরুমও।

সে সময় বন্ধুকে জড়িয়ে ধরার একটি ছবি রোববার (৪ জুন) ইনস্টগ্রাম স্টোরিতে পোস্ট করে নেইমার লেখেন, ‘ভাই... আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তবে আমরা সব দিক থেকে চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুবছর ভাগাভাগি করে নেয়া ছিল আনন্দের।’

এর আগে বার্সেলোনায় মেসির সঙ্গে চার মৌসুম খেলেছিলেন নেইমার। ২০১৭ সালে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা। আর মেসি যোগ দেন ২০২১ সালের আগস্টে। এরপর ক্লাবটির হয়ে ৭৫ ম্যাচ খেলে ৩২ গোল করার পাশাপাশি ৩৫টি অ্যাসিস্ট করেন তিনি। পরপর দুটি লিগ শিরোপা জয়ে রাখেন অবদান। তবে ক্লাবকে বহুল আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির স্বাদ এনে দিতে ব্যর্থ হওয়ায় সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তার।

সবকিছু মিলিয়ে প্যারিসে সময়টা আর উপভোগ করতে পারছেন না বিশ্বকাপজয়ী এ তারকা। তাই সিদ্ধান্ত নিয়েছেন ছেড়ে যাওয়ার। তার পরবর্তী গন্তব্য হতে পারে বার্সেলোনা অথবা সৌদি আরবের ক্লাব আল-হিলাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর সবশেষ প্রতিবেদন অনুযায়ী আগামী মঙ্গলবার (৬ জুন) আল-হিলালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মেসির চুক্তির ঘোষণা আসতে পারে।

আরো পড়ুন: নিজের শেষ ম্যাচে সব আলো কেড়ে নিলেন করিম বেনজেমা

মেসিকে পরবর্তী গন্তব্যের জন্য শুভকামনা জানিয়ে নেইমার লেখেন, ‘নতুন গন্তব্যের জন্য শুভকামনা, সুখী হও। আমি তোমাকে ভালোবসি।’

বন্ধুর প্রতি পাল্টা ভালোবাসা প্রকাশ করতে ভুলেননি মেসিও। নিজের ইনস্টগ্রামে নেইমারের প্রতি ভালোবাসা জানিয়ে আর্জেন্টাইন তারকাও লেখেন, ‘ধন্যবাদ নেই! সবকিছু বাদ দিলে, আমরা আবার একসঙ্গে খেলা উপভোগ করেছি এবং প্রতিদিন ভাগ করে নিয়েছি। তোমার জন্য শুভ কামনা। তুমি অসাধারণ একজন মানুষ। আমি তোমাকে অনেক ভালবাসি।’

গুঞ্জন আছে, সমর্থকদের দুয়োধ্বনিতে বিরক্ত নেইমারও ছেড়ে যেতে পারেন পিএসজি। তার সম্ভাব্য গন্তব্য ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন