বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

দর্শক আমাকে ভিন্নরূপে দেখুক এটিই চাই : আনিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

মঞ্চে নিয়মিত কাজ করেন এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী আনিকা তাবাসসুম। ছোটপর্দার কাজেও তাকে দেখা যায়। ‘কাজলরেখা’, ‘টুইন ভিলেজ’, ‘ফ্যামিলি প্রবলেম’, ‘বরফকলের গল্প’ ইত্যাদি নাটকে তাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে লক্ষ্য তার বড় পর্দা। এরইমধ্যে দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। শিগ্গির শুরু হবে এগুলো কাজ। প্রচারণা নিয়ে বাধ্যবাধকতা থাকায় এ নিয়ে এখনই বিস্তারিত জানাতে পারছেন না।

অভিনয়ে প্রফেশনাল ক্যারিয়ার শুরুর তিন বছর পার হয়ে গেলেও অন্যদের মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে রোজ রোজ পর্দায় হাজির হওয়ার পক্ষপাতি নন এ অভিনেত্রী। বলেছেন, ‘আমি গৎবাঁধা কাজ করতে চাই না। দর্শক আমাকে ভিন্নরূপে দেখুক-এটিই চাই। যারা ভালো অভিনয়শিল্পী তারা কিন্তু কম কাজ করেন। যা করেন তা-ই দর্শকের মনে প্রভাব ফেলে।

আরো পড়ুন: সিনেমার পর্দায় নয়, বাস্তবে ৬ মাসের মুখ্যমন্ত্রী’ হতে চান মিঠুন চক্রবর্তী

এরকম একটি জায়গায় যেতে চাই।’ তবে কী কাজের প্রস্তাব কম পাচ্ছেন? উত্তরে আনিকা বলেছেন, ‘মোটেও না। কাজের প্রস্তাব অনেকই পাই। কিন্তু আমাকে পড়াশোনাও চালিয়ে যেতে হচ্ছে। তাই চাপ বেশি নিচ্ছি না। এ ছাড়া অনেক কাজ করলে মান ধরে রাখাটাও কঠিন হয়ে পড়ে।

এ বিষয়টি আমি শুরু থেকেই মাথায় রেখে কাজ করছি।’ ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ থিয়েটারের সঙ্গে জড়িত আছেন আনিকা। কয়েকটি প্রোডাকশনে কাজও করেছেন। প্রখ্যাত অভিনেতা আশীষ খন্দকারের কাছে অভিনয়ের খুঁটিনাটি শিখছেন।

এ প্রসঙ্গে আনিকা বলেন, ‘আমি নিজেকে তৈরি করছি। মঞ্চে কাজ করছি। প্রতিটি কাজের আগে পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছি। আমি মূলত ফিল্মকে ফোকাস করছি। নিজেকে সিনেমার অভিনেত্রী হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করব।’

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছেন আনিকা। সমাজের অবহেলিত শিশু-কিশোরদের শিক্ষিত করার লক্ষ্যে ‘বিদ্যাসভা’ শীর্ষক একটি সংগঠন পরিচালনা করছেন তিনি।

এসি/আইকেজে 



দর্শক আনিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250