বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে

তেঁতুলের আছে অনেক স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

তেঁতুল এমন একটি খাবার যার নাম শুনলেই জিভে জল চলে আসে। তেঁতুল মাখা, তেঁতুলের আচার কিংবা ফুচকার সঙ্গে তেঁতুলের টক কে না পছন্দ করেন। অনেক তরকারিতেও এটি ব্যবহার করা হয়। সাধারণত খাবারে টক স্বাদ আনতে তেঁতুল ব্যবহার করা হয়।  

পরিচিত এই ফলটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। শুধু তাই নয়, সৌন্দর্য বাড়াতেও তেঁতুল কার্যকরী ভূমিকা রাখে।

তেঁতুলের পুষ্টিগুণ 

তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়া এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে আছে ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন ও ফাইবার জাতীয় অনেক উপকারী উপাদান। ত্বকের পাশাপাশি চুলের জন্যও উপকারী ভূমিকা রাখে তেঁতুল। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী উপাদান তেঁতুল। এতে এমন একধরনের এনজাইম আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 

ওজন কমায় 

একেবারেই ফ্যাট ফ্রি একটি উপাদান তেঁতুল। এতে উচ্চ মাত্রায় ফাইবারও মেলে। গবেষণায় দেখা গেছে, রোজ তেঁতুল খেলে ওজন কমে। এটি খিদে কমিয়ে দেয়। আর তাই ওজন কমে খুব দ্রুত।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে 

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে তেঁতুল। টারটারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়ামের উৎস এটি। এই উপাদানগুলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা সারাতে সাহায্য করে। 

হজম প্রক্রিয়া ঠিক রাখে 

তেঁতুলে হাইড্রোক্সিট্রিক অ্যাসিড পাওয়া যায়। এটি দেহে সরাসরি চর্বি উৎপাদন কমাতে কাজ করে। পাশাপাশি হজম প্রক্রিয়া ঠিক রাখতেও সহায়ক উপাদান তেঁতুল। 

আরো পড়ুন : রূপচর্চায় ধনেপাতার যাদু

ত্বক পরিষ্কার করে 

মুখে দাগ থাকলে, তেঁতুল ব্যবহারে খুবই উপকার পাবেন। এটি আলফা-হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ। বেশিরভাগ বিউটি পণ্যে এই উপাদানটি ব্যবহৃত হয়। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে কাজ করে তেঁতুল। 

চোখের জন্য উপকারি 

তেঁতুলে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য এবং ম্যাকুলার অবক্ষয় এবং বয়স-সম্পর্কিত ছানি পড়ার ঝুঁকি আরও কমায়। এতে এমন উপাদান রয়েছে যা চোখকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। 

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক 

অনেক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক একটি উপাদান তেঁতুল। এতে উপস্থিত ফাইবার কোলেস্টেরলের মাত্রা বাড়াতে দেয় না।

কীভাবে খাবেন তেঁতুল? 

তেঁতুলের চাটনি বানিয়ে খেতে পারেন। চাইলে আচারও বানানো যায়। আবার তেঁতুলের পাল্প নিয়ে তেঁতুল মাখাও বানাতে পারেন।

এস/ আই.কে.জে/

উপকারিতা তেঁতুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250