বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

কিসি কা ভাই কিসি কি জান’

তিন দিনে ১০০ কোটির ঘরে সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান। চার বছর পর ঈদে মুক্তি পেলো ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন। তবে দ্বিতীয় দিন বদলাতে শুরু করেছে সেই চিত্র।

মুক্তির দিন শুক্রবার সিনেমাটি আয় করে ১৫ কোটি ৮১ লাখ রুপি। প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে এক লাফে বেড়েছে আয়। খুশির ঈদে দলে দলে সিনেমা হলে ভিড় জমিয়েছেন সালমান অনুরাগীরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম দিনের তুলনায় সিনেমার কালেকশন একলাফে ৬২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রবিবারও সিনেমার বহু শো হাউসফুল। মুক্তির মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি আয় করেছে ৬৮.১৭ কোটি রুপি। 

ফলে আপাতত আশা করা যাচ্ছে সালমানের ছবিটির আয় ৩০০ কোটির ঘর পেরিয়ে যাবে। একই সাথে বিশ্বব্যাপীও এর আয় দাঁড়াবে ৫০০ কোটির কাছাকাছি। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম, স্যাটেলাইট রাইটস থেকেও ছবিটির আয় মন্দ হবে না। ধরেই নেওয়া যাচ্ছে যে, অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না সালমানের প্রযোজনা সংস্থাকে।

ঈদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সালমান। আর তাই ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি ‘ভাইজান’। সালমানের  সিনেমা ভারতের ৪ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সব মিলিয়ে শো সংখ্যা প্রায় ১৬ হাজার।

এম/

আরো পড়ুন:

বুবলীর ‘লোকাল’-এ আগ্রহ বাড়ছে
 

কিসি কা ভাই কিসি কি জান’ বলিউড সুপারস্টার সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250