শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

ট্রাক্টর দিয়ে আঁকা হলো পিকাসোর সবচেয়ে বড় ছবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি ছবি ফসলের মাঠে ফুটিয়ে তুলেছেন দারিও গ্যাম্বারিন নামের এক ইতালিয়ান ব্যক্তি। শুধুমাত্র একটি ট্রাক্টর ব্যবহার করেই ছবিটি এঁকেছেন তিনি।

ফসলের মাঠে পিকাসোর যে ছবিটি ফুটিয়ে তোলা হয়েছে, সেটি ১৯০৭ সালে পিকাসো নিজেই এঁকেছিলেন। দারিও গ্যাম্বারিনের দাবি এটি পিকাসোর সবচেয়ে বড় পোট্রেট।

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সের মোগিনসে মারা যান।

দারিও গ্যাম্বারিন ইতালির পূর্বদিকে ফসলের মাঠে বিশ্বের জনপ্রিয় ব্যক্তিদের ছবি আঁকার জন্য বিখ্যাত।

পিকাসোর ছবি আঁকার আগে ২০১৩ সালের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির বিশাল ছবি ফুটিয়ে তুলেছিলেন তিনি। ওই বছর কেনেডির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাকে স্মরণ করতে এমন উদ্যোগ নিয়েছিলেন দারিও গ্যাম্বারিন।

ওই একই বছর গ্র্যাম্বিয়ান একটি ট্রাক্টর ব্যবহার করে ২৫ হাজার স্কয়ার মিটার ফসলি মাঠে পোপ ফ্রান্সিসের একটি ছবি এঁকেছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ ও শান্তির বার্তা দিতে ওই বছর পোপ ফ্রান্সিস একদিন উপবাস থাকা ও প্রার্থনার ঘোষণা দিয়েছিলেন। এরপরই ফ্রান্সিসের প্রতি সম্মান প্রদর্শনে নিজের বাবা-মায়ের জমিতে ফ্রান্সিসকে ফুটিয়ে তুলেছিলেন গ্র্যাম্বিয়ান।

এরপর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ছবি এঁকেছিলেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএইচডি/

ভিন্ন স্বাদের খবর ইতালি বিশ্ব সংবাদ ট্রাক্টর দিয়ে আঁকা পাবলো পিকাসোর ছবি স্প্যানিশ চিত্রশিল্পী পোট্রেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250