বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

ট্রাক্টর দিয়ে আঁকা হলো পিকাসোর সবচেয়ে বড় ছবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি ছবি ফসলের মাঠে ফুটিয়ে তুলেছেন দারিও গ্যাম্বারিন নামের এক ইতালিয়ান ব্যক্তি। শুধুমাত্র একটি ট্রাক্টর ব্যবহার করেই ছবিটি এঁকেছেন তিনি।

ফসলের মাঠে পিকাসোর যে ছবিটি ফুটিয়ে তোলা হয়েছে, সেটি ১৯০৭ সালে পিকাসো নিজেই এঁকেছিলেন। দারিও গ্যাম্বারিনের দাবি এটি পিকাসোর সবচেয়ে বড় পোট্রেট।

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সের মোগিনসে মারা যান।

দারিও গ্যাম্বারিন ইতালির পূর্বদিকে ফসলের মাঠে বিশ্বের জনপ্রিয় ব্যক্তিদের ছবি আঁকার জন্য বিখ্যাত।

পিকাসোর ছবি আঁকার আগে ২০১৩ সালের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির বিশাল ছবি ফুটিয়ে তুলেছিলেন তিনি। ওই বছর কেনেডির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাকে স্মরণ করতে এমন উদ্যোগ নিয়েছিলেন দারিও গ্যাম্বারিন।

ওই একই বছর গ্র্যাম্বিয়ান একটি ট্রাক্টর ব্যবহার করে ২৫ হাজার স্কয়ার মিটার ফসলি মাঠে পোপ ফ্রান্সিসের একটি ছবি এঁকেছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ ও শান্তির বার্তা দিতে ওই বছর পোপ ফ্রান্সিস একদিন উপবাস থাকা ও প্রার্থনার ঘোষণা দিয়েছিলেন। এরপরই ফ্রান্সিসের প্রতি সম্মান প্রদর্শনে নিজের বাবা-মায়ের জমিতে ফ্রান্সিসকে ফুটিয়ে তুলেছিলেন গ্র্যাম্বিয়ান।

এরপর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ছবি এঁকেছিলেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএইচডি/

ভিন্ন স্বাদের খবর ইতালি বিশ্ব সংবাদ ট্রাক্টর দিয়ে আঁকা পাবলো পিকাসোর ছবি স্প্যানিশ চিত্রশিল্পী পোট্রেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন