বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

চোখ বড় দেখাতে যেভাবে সাজবেন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন অনুষ্ঠানে কিংবা উৎসবের সময় আকর্ষণীয় লুক পেতে নতুন নতুন পোশাকের সঙ্গে মানানসই মেকআপও করতে হয়। মেকআপ তখনই সুন্দর হবে, যদি চোখের সাজ হয় নিখুঁত। 

চোখের আকৃতি বুঝে সঠিকভাবে সাজাতে পারলেই চেহারায় আসবে নতুনত্ব। অনেকেই চোখ ছোট বলে আক্ষেপ করেন। কিন্তু জানেন কী, সঠিক কায়দা জানলে ছোটো চোখকেও বড় দেখানো যায়।

চলুন জেনে নিই সেই নিয়মগুলো-

ডার্ক সার্কেল ঢাকুন: চোখের নীচে কালি থাকলে চোখ আরও ছোটো ও ক্লান্ত দেখায়। এ কারণে চোখের কালি ঢাকা ভীষণ জরুরি। কনসিলার দিয়ে চোখের চারপাশের কালি ঢেকে ফেলুন। এর জন্য হালকা শেডের কনসিলার ব্যবহার করতে পারেন। এতে চোখ দেখতে কিছুটা বড় লাগবে।

হালকা রঙের আইশ্যাডো : চোখে হালকা রঙের আইশ্যাডো লাগাতে পারেন। আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। সাদা, গোল্ডেন, সিলভার কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : হিট ছাড়াই করে ফেলুন নিজের হেয়ারস্টাইল!

আইলাইনার লাগান: অনেকেই চোখে মোটা করে লাইনার লাগান। কিন্তু এতে চোখ ছোটো দেখাতে পারেন। তাই চোখের উপর ও নীচে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকেও আইলাইনার লাগাবেন না। বরং আইল্যাশের বাইরে দিয়ে লাগান এবং চোখের কোল পর্যন্ত লাইনার টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন। এতে চোখের আকৃতি একটু বড় দেখাতে পারে।

মাস্কারা লাগান: চোখের পাতা ঠিকমতো সেট করলেও চোখ বড় দেখায়। আইল্যাশ কার্লার ব্যবহার করুন। তারপর অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান চোখের পাতায়। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করতে পারেন। এতে চোখ বড় দেখাবে। 

হাইলাইটার লাগান: শুধু লাইনার এবং মাস্কারা ব্যবহারেই চোখের মেকআপ শেষ হয় না। হাইলাইটার লাগানো প্রয়োজন। চোখে হাইলাইটার কেবল উজ্জ্বলতা বাড়ায় না, চোখ বড় এবং আকর্ষণীয় দেখাতেও দারুণ কাজ করে। হাইলাইট করতে চোখের ভেতরের কোণায় গ্লিটার ব্যবহার করতে পারেন। এছাড়া, পার্ল রঙের আইশ্যাডো বা হাইলাইটারও লাগাতে পারেন চোখের কোণায়।

এস/ আই. কে. জে/ 

টিপস চোখ বড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন