মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ

চীনের আমদানি-রপ্তানিতে পতন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

বৈশ্বিক চাহিদা কমার কারণে চীনের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এক বছর আগের তুলনায় চলতি বছরের আগস্টে দেশটির আমদানি-রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। এতে চাপ বাড়ছে চীনের ধীর অর্থনীতিতে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)  বিবিসি ও আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে চীনের রপ্তানি ৮ দশমিক ৮ শতাংশ কমে ২৮৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে টানা চারমাস রপ্তানিতে পতন দেখলো দেশটি। একই সময়ে আমদানি ৭ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

চলতি বছরের জুলাইতে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৮০ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।

করোনার শূন্যনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে চাঙা করতে সম্প্রতি নানা ধরনের পদক্ষেপ নিয়েছে চীনের নেতারা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে ঋণ নেওয়ার নিয়ম শিথিলের পাশাপাশি মর্টগেজে সুদ হার কমিয়েছে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে দিচ্ছে শুল্ক ছাড়।

তবে গত বছর থেকে ইউরোপ ও এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরই কমতে থাকে চীনের রপ্তানি।

মূলত করোনা পরবর্তী কিছু চ্যালেঞ্জের মুখোমুখি চীন। এর মধ্যে অন্যতম হলো প্রোপার্টি সংকট ও দুর্বল ভোক্তা ব্যয়।

করোনাভাইরাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে চীনে তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা কমে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এসকে/ 

চীন অর্থনীতি আমদানি রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন