শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

ঢালিউড

চলতি মাসেই আসছে চার সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের একমাস পরেও প্রেক্ষাগৃহ গুলোতে দাপটের সঙ্গে চলছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি। এরই মধ্যে চলতি মাসে মুক্তি পেতে চলেছে আরও চারটি সিনেমা। জানা গেছে, ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘গোয়িং হোম’, ১৮ আগস্ট ‘আম কাঁঠালের ছুটি’ ও ‘ ১৯৭১ সেইসব দিন’ এবং ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘এম আর নাইন’ সিনেমা।

গোয়িং হোম সিনেমাটির নির্মাতা ও প্রযোজক দুইই সোহেল রানার সন্তান মাশরুর পারভেজ । সিনেমাটি সম্পর্কে মাশরুর পারভেজ জানান, এটা ৯০ মিনিটের সিনেমা। এজন্য সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার টার্গেট আছে। এখানে ভালো ব্যবসা করলে পরে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিতে চাই।

এদিকে দেশ বিদেশের বিভিন্ন উৎসবে মুক্তির পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নুরুজ্জামান পরিচালিত সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’। শিশুতোষ ঘরানার এই সিনেমার নিয়ে নির্মাতা জানান, ৮০ ও ৯০ দশকে বড় হওয়া মানুষরা এ সিনেমার মাধ্যমে তাদের শৈশবে ফিরে যাবেন। ছবির আন্তর্জাতিক নাম ‘সামার হলিডে’। যেখানে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের শামীম, হালিমা প্রমুখ।

অন্যদিকে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের সিনেমা বানিয়েছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা। ইতিমধ্যেই এ সিনেমার দুটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ। 

এছাড়া জনপ্রিয় ফিকশনাল চরিত্রগুলোর একটা গোয়েন্দা মাসুদ রানা। এত বছর পর কাজী আনোয়ার হোসেনের লেখা সেই চরিত্রের ওপর ভিত্তি করে আসছে ‘এম আর নাইন’। আগামী ২৫ আগস্ট আসছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পাই, মাসুদ রানা। আসিফ আকবরের পরিচালনায় এ সিনেমায় আছেন একঝাঁক দেশি-বিদেশি তারকা।

আরো পড়ুন:মা হিসেবে আমার চাওয়া বীর ব্যারিস্টার হোক: শবনম বুবলি

অ্যাকশন ঘরানার এ সিনেমায় মুখ্য ভূমিকা অর্থাৎ মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন এবিএম সুমন, খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা ফ্র্যাঙ্কো গ্রিলো। এছাড়া আছেন সাক্ষী প্রধান, রেমি গ্রিলো, কেলি গেসনসহ আরও অনেকে।

এম/


সিনেমা ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন