বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

চার বছরে সর্বোচ্চ

চলতি বছর নেপাল ভ্রমণে ১০ লাখ পর্যটক, শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

করোনা মহামারির পর ভালোভাবে ঘুরে দাড়িয়েছে নেপালের পর্যটন। ২০২৩ সালে ১০ লাখের বেশি বিদেশি পর্যটককে এসেছে হিমালয় কন্যা খ্যাত নেপালে। এই সংখ্যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, গত বুধবার (২৭শে ডিসেম্বর) দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ১০ লাখ ছড়িয়েছে। এ নিয়ে মাত্র তিনবার এক বছরে ১০ লক্ষাধিক পর্যটক পেলো নেপাল।

হিমালয় সংলগ্ন দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা প্রথমবারের মতো ১০ লাখ ছাড়িয়েছিল ২০১৮ সালে। সে বছর নেপাল ভ্রমণ করেছিল ১১ লাখ ৭০ হাজার পর্যটক। ২০২৯ সালে সেই সংখ্যা বেড়ে ১১ লাখ ৯০ হাজারে পৌঁছায়। কিন্তু এরপর থেকে করোনাভাইরাস মহামারি শুরু হলে সারা বিশ্বের মতো থমকে যায় নেপালের পর্যটন শিল্পও। নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র মণি রাজ লামিচান বলেন, এটি সত্যিই আনন্দের মুহূর্ত। আমরা আবারো ১০ লাখের মাইলফলক পেরিয়েছি। যদিও (করোনাপূর্ব সময়ের তুলনায়) ৮৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে, তবে এখনো অনেক কিছু করার আছে।

আরো পড়ুন: আগামী বছর ভিসা ছাড়াই ঘুরতে পারবেন যে দেশ

২০২০ ও ২০২১ সালে যথাক্রমে ২ লাখ ৩০ হাজার এবং ১ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল নেপাল। ২০২২ সালে তা বেড়ে ৬ লাখ ১৪ হাজারে পৌঁছায়। পরিসংখ্যান বলছে, চলতি বছর নেপাল সবচেয়ে বেশি পর্যটক পেয়েছে ভারত থেকে। গত পহেলা জানুয়ারি থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৩ লাখ ১৪ হাজার ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণ করেছেন।

এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (এক লাখ) ও চীন (৬০ হাজার)। একই সময়, প্রায় ৫০ হাজার ভারতীয় দর্শনার্থী নেপাল ভ্রমণ করেছেন। বেড়েছে চীনা পর্যটকের সংখ্যাও। প্রায় তিন বছর পরে গত মার্চে চীনা নাগরিকদের পর্যটক হিসেবে নেপাল ভ্রমণের অনুমতি দেয় বেইজিং। করোনা মহামারির আগে চীনই ছিল নেপালের দ্বিতীয় বৃহত্তম পর্যটকের উৎস।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

এইচআ/ / আই.কে.জে

রেকর্ড পর্যটক নেপাল পর্যটন করোনা মহামারি ভারতীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250