বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

চলতি বছর নির্বাচন হবে দক্ষিণ এশিয়ার যেসব দেশে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

৭ই জানুয়ারি সকাল থেকে সারাদিন চলেছে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলতি ২০২৪ সালের নির্বাচন হবে দক্ষিণ এশিয়ার আরো ৩ দেশে। এই দেশগুলো হলো ভুটান, ভারত এবং পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার সর্বশেষ দেশ হিসেবে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রবেশ করা ভুটানে পার্লামেন্ট নির্বাচন হবে বাংলাদেশের সংসদ নির্বাচনের দু’দিন পর ৯ই জানুয়ারি। আজ থেকে ১৫বছর আগে দেশটিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শুরু হয় ভুটানে। তার আগে দেশটিতে রাজতন্ত্র প্রচলিত ছিল।

আরো পড়ুন: পেছালো পাকিস্তানের নির্বাচন

আগামী ৯ই জানুয়ারি ভুটানে যে নির্বাচন হবে, তাতে অংশ নেবে দেশটির ৫টি রাজনৈতিক দল। এই দলগুলো হলো দ্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি), পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), দ্রুক ফুয়েনসুম শোগপা (ডিপিটি) এবং দ্রুক থান্দ্রেল শোগপা (ডিটিটিপি)। এই পাঁচটি দলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবে যে রাজনৈতিক দল, সেটি সরকারে ক্ষমতাসীন হবে; আর দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দলটি হবে প্রধান বিরোধী দল।

ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। নিম্নকক্ষ ন্যাশনাল কাউন্সিলের ভোট হবে ৯ই জানুয়ারি। এই কক্ষের মোট আসন ৪৭টি। এবারের নির্বাচনে নারী প্রার্থী খুব বেশি না থাকলেও বিগত নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি সংখ্যক নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছে ভুটান সরকার।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ১৬তম নির্বাচন হবে আগামী ৮ই ফেব্রুয়ারি। নির্বাচনে দেশটির প্রায় সব দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ৭টি দলের মধ্যে। এ দলগুলো হলো পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, জমিয়াত উলেমা ইসলাম ফাজল, পাকিস্তান তেহরিক ই ইনসাফ এবং জামায়াতে ইসলামি।

পাকিস্তানের নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী, আগামী ৮ই ফেব্রুয়ারি ভোট দেবেন ১২ কোটি ৮৫ লাখ ভোটার। তবে দেশটির সুশীল সমাজ ও বিভিন্ন নাগরিক গোষ্ঠীর অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা প্রকৃতসংখ্যক ভোটারের চেয়ে অন্তত দেড় কোটি কম। তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বেশিরভাগই নারী ভোটার।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়ও নির্বাচন হবে ২০২৪ সালেই। তবে ভোটগ্রহণের দিন এখনো ঘোষণা করেনি ভারতের নির্বাচন কমিশন। দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি সরকার আগামী নির্বাচনেও জিতবে বলে ধারণা করা হচ্ছে। তবে এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে। এই মুহূর্তে দক্ষিণ ভারতের কোনো রাজ্যেই বিজেপির নেতৃত্বাধীন সরকার নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বিশেষ প্রভাব রাখার পাশাপাশি এবং ক্ষেত্রবিশেষে তা পুনর্গঠনও করতে পারে চলতি বছরের এসব নির্বাচন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এইচআ/ আই.কে.জে/

নির্বাচন দক্ষিণ এশিয়া ২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250