বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের সামরিক সরকার ২ বছরে ১শ’ কোটি ডলারের অস্ত্র কিনেছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে জান্তা সরকারের মানবাধিকার লঙ্ঘনের সব তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও অস্ত্র রপ্তানি বন্ধ করেনি বিভিন্ন দেশ। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার ২ বছরে এ পর্যন্ত দেশটি ১শ’ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

“বিলিয়ন ডলারের মৃত্যু বাণিজ্য: আন্তর্জাতিক অস্ত্র নেটওয়ার্ক যা মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনকে সক্ষম করে”- এই শিরোনামে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। 

আরো পড়ুন: জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করেছে চীন
কোন কোন দেশ এই অস্ত্র সরবরাহ করছে তাও উঠে আসে প্রতিবেদনে।

মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত টম এন্ড্রু জানান, সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে রাশিয়া ও চীন। এরমধ্যে রাশিয়া ৪০ কোটি ও চীন ২৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে মিয়ানমারের কাছে। তালিকায় ভারত ও থাইল্যান্ডও রয়েছে।

আর এরজন্য নিষেধাজ্ঞা কার্যকরে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ব্যর্থতাকে দায়ী করেন এন্ড্রু।

জাহাজে করে সিঙ্গাপুরের মাধ্যমে অস্ত্র ও অস্ত্র তৈরির সরমঞ্জাম পৌঁছেছে মিয়ানমারে। অধিকাংশ অর্থ লেনদেন হয়েছে সিঙ্গাপুরের ব্যাংকের মাধ্যমে। 

এসি/আইকেজে 

 

কোটি ডলার জান্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250