কাশ্মিরের সৌন্দর্য মুগ্ধ করে বিদেশি পর্যটকদের- ছবি: সংগৃহীত
এমেলিয়া ওমানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। ঐ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য এবং ভারতে ইংরেজি অধ্যয়নের জন্য ওমানি শিক্ষার্থীদের তৈরি করে। সম্প্রতি তিনি ভারতের কাশ্মির ভ্রমণ করছেন এবং জানিয়েছেন তার অভিজ্ঞতা কথা।
এমেলিয়া মূলত প্রচারাভিযানের কাজ করেন এবং বিদেশে ভ্রমণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গ দেন।
এমেলিয়া এ বিষয়ে বলেন, তার বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে, সেই সাথে তিনি পরিচিত হয়েছেন সেইসব দেশের সংস্কৃতির সাথে।
কাশ্মির দেখে মুগ্ধ হয়ে তিনি কাশ্মিরের সৌন্দর্য, প্রকৃতি, মানুষজন, সংস্কৃতি, পোশাকের প্রশংসা করেন। এখানকার তুষার ঢাকা উপত্যকা, বন, নদী সবকিছুই তাকে মুগ্ধ করেছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাল লেক, ঐতিহাসিক জামিয়া মসজিদ, পেহেলগাম, সোনামার্গ, গোলমার্গসহ কাশ্মিরের বিখ্যাত সব জায়গার ছবি শেয়ার করেন।
এমনকি কাশ্মিরের বুদগাম জেলার দুধপাথরি পর্যটন রিসোর্টে যাওয়ার সময় তাকে কাশ্মিরের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতেও দেখা যায়।
আই. কে. জে/
খবরটি শেয়ার করুন