হজরত মিয়া নিজাম উদ্দীন কিয়াভি (রহ.)-এর ১২৬তম বার্ষিক ওরস ২০২৩ সালের ৭ জুন কাশ্মিরের কাঙ্গনের বাবা নগরী ওয়াঙ্গাতে শুরু হবে।
সাজাদা নশীন বাবা জি সাহেব লারভি ওয়াঙ্গাথ এবং মিয়া আলতাফ আহমেদ জানান, বার্ষিক ওরস আগামী ৭ এবং ৮ জুন পালিত হবে।
দুদিনের বার্ষিক ওরস ৭ জুন শুরু হবে এবং ৮ জুন বিশেষ দোয়া ও মজলিসের মাধ্যমে শেষ হবে।