ছবি: সংগৃহীত
লা লিগায় ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সা।
শুরু থেকেই দুই দল ভালোভাবে খেলছিল। খেলার প্রথমার্ধে গুন্ডোগানের কর্নার থেকে জুলেন কোন্দে বার্সাকে লিড এনে দেন। এতে প্রথমার্ধে বার্সা ১-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটের মাথায় চিমি আভিলা দুর্দান্ত শটে সমতা ফেরান। তবে বেশিক্ষণ এ ধারা বজায় রাখতে পারেনি ওসাসুনা। খেলার শেষদিকে ৮৫ মিনিটের মাথায় পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি গোল করে বার্সাকে ২-১ গোলে জয় এনে দেন।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন