রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

ঐশ্বর্যের সঙ্গে অন্তরঙ্গ হতে গিয়ে লজ্জায় লাল রণবীর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেমিক বলে বলিউডে কম সুনাম নেই তার। বরং এক সময় বলিপাড়ায় কান পাতলেই যার প্রেম জীবনের গুঞ্জন শোনা যেত, তিনি হলেন রণবীর কপূর। সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টকে বিয়ে করে সংসারী হয়েছেন রণবীর। তবে, আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে পর্যন্ত নিজের প্রেম জীবনের জন্য একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। সেই রণবীরই নাকি পর্দায় প্রেম করতে গিয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলসা করলেন অভিনেতা নিজে।


আরো পড়ুন: ওটিটিতে সালমান খান!


২০১৬ সালে মুক্তি পাওয়া কর্ণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন রণবীর কপূর। ওই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চনও। ছবির চিত্রনাট্য অনুযায়ী প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর ও ঐশ্বর্য।

বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছিল তাঁদের দু’জনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে নাকি হাত-পা কাঁপছিল তার। অভিনেতা বলেন, ‘‘আমি তো লজ্জায় মরে যাচ্ছি, আমার হাত-পা কাঁপছে। কখনও কখনও তো তাঁর গালে স্পর্শ করতে গিয়েও আমি অস্বস্তিতে পড়েছি।’’

তা হলে শেষ পর্যন্ত কোন ওষুধে সেরেছিল রণবীরের এই অসুখ? রণবীর জানান, তার অস্বস্তি দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ঐশ্বর্য নিজেই।

রণবীরকে কিন্তু-কিন্তু করতে দেখলেই ঐশ্বর্য বলতেন, ‘‘হয়েছেটা কী তোমার! আমরা অভিনয় করছি, ঠিক করে নিজের কাজটা করো।’’ পাশাপাশি নিজেকেও বোঝাতেন রণবীর। তার কথায়, ‘‘জীবনে আর এ রকম সুযোগ পাব না, তাই এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে!’’

তবে নিজের কথার যাতে ভুল ব্যাখ্যা না হয়, সে দিকে নজর রেখে রণবীর বলেন, ‘‘ঐশ্বর্য ভীষণ ভালো একজন শিল্পী, বড় মাপের অভিনেত্রী। পরিবার সূত্রেও আমার সঙ্গে তার পরিচয় আছে। ঐশ্বর্য গোটা ভারতের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে তিনি যেভাবে আমাকে সাহায্য করেছেন, সে জন্য আমি চিরকৃতজ্ঞ।

২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবি যেমন নজর কেড়েছিল দর্শক ও অনুরাগীদের, তেমনই বক্স অফিসেও সাফল্য অর্জন করেছিল। ওই বছরের বাণিজ্যসফল ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

এসি/ আই. কে. জে/

ঐশ্বর্য রণবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন