সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা

এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত: সুজন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ চলতি মাসের ৩০ তারিখ থেকে মাঠে গড়াবে। এবারের আসরে বাংলাদেশ দলের ভালো করার যথেষ্ট সুযোগ দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে ক্লোজডোরে বিশেষজ্ঞ কোচিং স্টাফদের তত্বাবধানে চলছে এশিয়া কাপের প্রস্তুতি। এবার তরুণদের অগ্রাধিকার দিয়ে গড়া হয়েছে এশিয়া কাপের দল। বিসিবির বর্তমান এই বোর্ড পরিচালক এও মনে করিয়ে দিলেন চ্যাম্পিয়ন হতে হলে শক্তিশালী দলকে হারিয়েই হতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। এ সময় আসন্ন এশিয়া কাপ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ক্যাপেবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেওয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল। কিন্তু আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। এরকম না ওরা খারাপ খেলবে আর আমরা সেদিন ভালো খেলে জিতবো। এই আশা করাই ভুল। আমাদের ওদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হবে।’ 

সুজন বলছিলেন, ‘আমি তো সবসময় বলি বাংলাদেশ এখন অনেক পরিণত দল। এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম। এখন অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক এগিয়ে। যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমি মনে করতাম, পেস বোলিং। আমি মনে করি যেভাবে তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান, এবাদত উঠে এসেছে। আমি মনে করি আমরা এখন দারুণ শক্তি আসলে।’

এশিয়া কাপে ভালো করার কারণও ব্যাখা করেছেন সুজন। সাবেক এই অধিনায়ক আগে মনে করতেন দলের পেস বোলিং অ্যাটাকে সমস্যার কথা। তবে সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের পারফরম্যান্সে মুগ্ধ সুজন। যে কারণে মনে করছেন পেস অ্যাটাক এখন অনেক শক্তিশালী।

আর.এইচ 

খালেদ মাহমুদ সুজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250