বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শুক্রবার (১৮ আগস্ট) আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন।

জামালের ভেরিফাইড ফেসবুক পেজে করা একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

পেজে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের পতাকা ও জামালের নাম লেখা নতুন জার্সি রাখা হয়েছে টেবিলে। সেখানেই তিনি চুক্তি সাক্ষর করেন। ডেনমার্কে জন্মগ্রহণ করা এই মিডফিল্ডারকে সেখানে বাংলার ও ইংরেজিতে কথা বলতে দেখা যায়। যা স্প্যানিশ ভাষায় দর্শকদের কাছে ব্যাখ্যা করা হচ্ছিল।

জামাল বলেন, “এখন সময় আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।”

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, “বাংলাদেশ আমার ভালবাসা। একজন বাংলাদেশী হিসেবে আমি সত্যিই গর্বিত। আমি আমার দক্ষতা দেখাতে চাই। আমি ভালো খেললে আশা করি দুই-তিন বা তার বেশি বাংলাদেশি এখানে এসে খেলবে।”

তিনি আরও বলেন, “আমার অনেক অভিজ্ঞতা আছে। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আশা করবো নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।”

দলে ছয় নম্বর জার্সি পরেন জামাল। ক্লাবেও তাকে একই জার্সি দেওয়া হয়েছে।

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলা জামাল আগে ঢাকা ট্রিবিউনকে বলেছিলেন, “নতুন চুক্তি হবে ১৫ মাসের।”

জামাল যে সোল দ্যা মায়োর হয়ে চুক্তি করেছেন বা করছেন, তেমনটা শোনা যাচ্ছিল গত দুই মাস ধরেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য গত ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করেছে আর্জেন্টাইন ক্লাব সোল দ্যা মায়ো। 

গত ৯ আগস্ট আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিমানবন্দরে জামালকে সোল দ্যা মায়োর বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

জামালের ঘনিষ্ঠজন থেকে জানা যায় আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় মৌসুমে মাসপ্রতি প্রায় ১৫ হাজার ডলারে চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

ওআ/

আর্জেন্টিনা জামাল ভূঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250