আগামীতেও বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক
🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের জনগণের স্বপ্ন ও লক্ষ্য পূরণে ভারত সব সময় পাশে থাকবে বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবস উপলক্ষে হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, 'ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ দিনটি দুই দেশের জনগণের আবেগের বন্ধন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অসামান্য ভূমিকার উপলক্ষ হয়ে আছে। এ দিনটি বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় প্রভাব রেখেছে।'
ভারতীয় হাইকমিশনার বলেন, '২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় দুই দেশে ৬ ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন।'
১৯৭১ সালের ৬ ডিসেম্বর দুই দেশের এই ঐতিহাসিক সম্পর্কের সূচনা হয়েছিল। এই সম্পর্কের ভবিষ্যৎ বহুদূর বিস্তৃত। দুই দেশের সম্পর্ক আজ বহুমুখী। এ সম্পর্কের ভবিষ্যৎ অন্তহীন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিনোদন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আই.কে.জে/

২৫০ পর্বে ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’
🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

বাটা মরিচে রুপালি ইলিশ
🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

নোনা ইলিশের মুখরোচক ঝাল রসা
🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন ফেরত চেয়েছেন মডেল মেঘনা আলম
🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

জেনিফার বললেন, ‘ভাগ্যিস অন্তর্বাস পরে ছিলাম!’
🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫