বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছে তেহরান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ইরানের রাজধানী তেহরানে সরকারপন্থিদের বিক্ষোভ। ছবি: রয়টার্স

ইরানে চলমান বিক্ষোভ দমনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। তবে তেহরান জানিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও তারা যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের পথ খোলা রেখেছে। খবর আল জাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগের একটি চ্যানেল খোলা আছে। প্রয়োজন অনুযায়ী সেখানে বার্তা আদান–প্রদান হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের মতো ঐতিহ্যগত মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমেও যোগাযোগ বজায় রয়েছে।

তবে বাঘায়ি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বার্তাগুলো পরস্পরবিরোধী। এতে ওয়াশিংটনের আন্তরিকতার অভাব স্পষ্ট।

এদিকে, তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও আলোচনার পথ খোলা রাখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র কখনোই আলোচনার টেবিল ছেড়ে যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮শে ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি এবং গত বৃহস্পতিবার থেকে চলমান ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী। তিনি জানান, ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য যোগাযোগ করেছেন এবং একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বৈঠকের আগেই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে।

অন্যদিকে, বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদের অভিযোগ তুলে গতকাল সোমবার (১২ই জানুয়ারি) দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে এসব সমাবেশ আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যদের জানাজা এবং কেরমান, জাহেদান ও বিরজান্দসহ বিভিন্ন শহরে সরকারপন্থী বিক্ষোভের সরাসরি সম্প্রচার দেখানো হয়।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250