শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

জীবনানন্দ দাশকে নিয়ে নাটক ‘কমলা রঙের বোধ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

মহিলা সমিতির পর এবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। আগামীকাল ২২শে মে থেকে ২৪শে মে টানা তিনদিন শিল্পকলায় অনুষ্ঠিত হবে নাটকটির চারটি প্রদর্শনী।

কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন অলোক বসু। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে উপজীব্য করে। ১৯৫৪ সালের ১৪ই অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার শিকার হন।’

তিনি বলেন, ‘নাটকের গল্প শুরু সেখান থেকেই। ২২শে অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তার চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তার জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তাঁর লিটারারি নোটস (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।’

কমলা রঙের বোধ নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান। অন্যান্য চরিত্রে আছেন আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, শান্তনূর ইহসান দিগন্ত, শাইরা, সূর্য ও প্রীতম প্রমুখ। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, কস্টিউম ডিজাইন মোহসিনা আক্তার, সংগীত রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনা শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

আগামীকাল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত নাটকটির চতুর্থ প্রদর্শনী। এরপর একই স্থানে ২৩শে মে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ২৪শে মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। গত ৯ই মে রাজধানীর মহিলা সমিতির মঞ্চে অনুষ্ঠিত হয় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে ১০ই ও ১১ই মে হয়েছে নাটকের আরও তিনটি প্রদর্শনী।

এইচ.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250