শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

শিশুদের সামনে ধূমপান করলেই দেড় লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ধূমপানের ক্ষতিকর প্রভাবের বিষয়ে অজানা নয় কারোর। প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষের ধূমপানের কারণে মৃত্যু হয়। কেবল ধূমপানকারী নিজে নয়, এর দ্বারা অন্যরাও প্রভাবিত হন। এবার ধূমপানের বিরুদ্ধে কঠোর আইন করেছে দুবাই। 

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দিতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে আমিরাত সরকার। দেশটির শিশু অধিকারসংক্রান্ত ওয়াদিমা আইনানুসারে শিশুদের সামনে ধূমপান বেআইনি ঘোষণা করা হয়েছে।

আইনানুসারে, দেশটিতে পাবলিক বা প্রাইভেট গাড়িতে বা আবদ্ধ জায়গায় ১২ বছরের কম বয়সী শিশুদের সামনে ধূমপানকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এ আইন অমান্য করলে ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কোনো ব্যক্তি নিজে ধূমপান না করলেও ধূমপানকারীর সংস্পর্শে আসার কারণে তার স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। ফলে শিশুদের সামনে ধূমপানের কারণে তাদেরও স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে। এ ক্ষতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ৃন: দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন বাইডেন

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুদের সামনে ধূমপান নিষেধাজ্ঞার পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের কাছে নিকোটিন বা তামাকজাতীয় পণ্যও নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে ১৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি। আইনানুসারে জরিমানা না দিলে তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

এসকে/ 

জরিমানা ধুমপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন