রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘যদি আওয়ামী লীগ নিষিদ্ধ (কার্যক্রম) হতে পারে, তাহলে জাতীয় পার্টি (জাপা) কেন নয়? বৈষম্যবিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই-বাছাই করছে।’

আজ শনিবার (৩০শে আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

সরকারি কেশব চন্দ্র কলেজে এই সভা হয়। এর আগে তিনি শহরের টিভি সেন্টারপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।

আসাদুজ্জামান অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ। এই হামলা ন্যক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক ঘটনা।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘'জাতীয় পার্টি ’৮২ থেকে ’৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং (দলটি) নিষিদ্ধের যে দাবি উঠেছে, তার আইনগত সব দিক বিবেচনা করে আমরা ব্যবস্থা নেব।"

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘যেখানে মব সৃষ্টির ঘটনা ঘটছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করছে। মানুষের মধ্যে ১৭ বছরের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ যেভাবে হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে মব নিয়ন্ত্রণে। যা দু-একটি ঘটনা ঘটছে এটা বিচ্ছিন্ন, নিয়ন্ত্রণ হয়ে যাবে।’

অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ মোহাম্মদ আসাদুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন