বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

যে কারণে স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহারে সতর্ক থাকবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি স্মার্টফোন থেকে অন্য ফোনে ডাটা আদান-প্রদানের ক্ষেত্রে অনেকেই সাধারণত ব্লুটুথ ব্যবহার করে থাকেন। কিন্তু স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহারে সতর্ক থাকতে হবে। কারণ ব্লুটুথের ব্যবহার শেষে অনেকেই মনের অজান্তে ব্লুটুথ বন্ধ করেন না অর্থাৎ প্রয়োজন ছাড়াও দীর্ঘ সময় ব্লুটুথ চালু রেখে দেন। এই অভ্যাসটি বিপদে ফেলতে পারে আপনাকে। হ্যাকাররা ব্লুটুথের মাধ্যমেও স্মার্টফোনের অ্যাক্সেস পেতে পারে। জেনে নিন কীভাবে-

ব্লুবাগিং 

ব্লুবাগিং এমন একটি শব্দ, যা সম্পর্কে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী সচেতন নয়। কিন্তু, এটি ব্যবহারকারীদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা যেকোনো ডিভাইস হ্যাক করে স্পর্শকাতর তথ্য চুরি করতে পারে। সহজ ভাষায় ব্লুবাগিং হলো এমন একটি পদ্ধতি, যাতে হ্যাকাররা ব্লুটুথের সাহায্যে যেকোনো ফোন হ্যাক করে এবং এতে ম্যালওয়্যার ইনস্টল করে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে এআইয়ের সঙ্গে কথাও বলা যাবে

সতর্ক থাকবেন যেভাবে

এই কৌশলের কারণে যেকোনো ডিভাইস হ্যাক হতে পারে। হ্যাকাররা সেইসব ব্যবহারকারীদের টার্গেট করে, যারা সবসময় তাদের ব্লুটুথ চালু রাখে। বিশেষ করে পাবলিক প্লেস, রেলস্টেশন, বাস স্টেশনের মতো পাবলিক প্লেসে লোকজনকে টার্গেট করে।

ভুল করেও এই ভুল করা উচিত নয়

* ব্লুবাগিং প্রতিরোধ করতে, কোনো ভুল করা উচিত নয়।

* নিজেদের ব্লুটুথ পাসওয়ার্ড শক্তিশালী রাখতে হবে, বেশিরভাগ ব্যবহারকারী ১২৩৪ বা কিছু সাধারণ পাসওয়ার্ড রাখে, যা হ্যাক করা সহজ।

* প্রয়োজনে স্বয়ংক্রিয় যোগদান বিকল্পটি চালু করতে হবে। অন্যথায় এটি সর্বদা বন্ধ রাখা উচিত।

* প্রথমেই সংযুক্ত ডিভাইসগুলো সরাতে হবে।

* কাজের সময় ব্লুটুথ চালু রাখা উচিত নয় এবং বিশেষ করে পাবলিক প্লেসে এই ভুল করা উচিত নয়।

* ব্লুটুথের মাধ্যমে ফোনে আসা ডেটা সাবধানে পরীক্ষা করা উচিত।

* সম্ভব হলে ভিপিএনও ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, ভিপিএন সুরক্ষিত হওয়া উচিত।

এস/ আই.কে.জে/

স্মার্টফোন ব্লুটুথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250