শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট

প্যান্ট পরতে ভুলে গেলেন অভিনেত্রী সোহিনী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভিনদেশ থেকে ছবি প্রকাশ করে হতে হলো কটাক্ষের শিকার। সময়টা ঘুরে বেড়িয়ে কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। প্রথমে সুইডেন, সেখান থেকে ফিনল্যান্ড গেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিমির এই ঘুরে বেড়ানোর খবর নেটিজেনদের জানতে সময় লাগছে না। কেননা জমিয়ে উপভোগ করা সময় ক্যামেরাবন্দি করে তিনি প্রকাশ করছেন নেট দুনিয়ায়। সে ছবি দেখে কেউ কেউ অপ্রত্যাশিত প্রশ্ন করতেও ছাড়ছেন না। অনেকে কটাক্ষ করেছেন প্যান্ট না পরা নিয়ে।

সোহিনী সরকার দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তাকে কালো টপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। নিচে লাল মোজা রয়েছে থাই পর্যন্ত। তবে দীর্ঘ টপের কারণে প্যান্ট দেখা যাচ্ছে না। ছবি দুটো পোস্ট করে তিনি লেখেন, ফিনল্যান্ড, ক্রুজ এবং রাতের জীবন। 

এক ব্যক্তি সোহিনী সরকারের পোস্টে লেখেন, 'এমা প্যান্ট কই?' আরেকজন লেখেন 'তাড়াহুড়ো করতে গিয়ে কী প্যান্ট ভুলে গিয়েছেন?' কেউ কেউ আবার লেখেন, এত বুড়িয়ে গ্রছেন কেন?'

আরো পড়ুন: বাফটার মঞ্চে শিমারি শাড়িতে লাস্যময়ী দীপিকা

তবে সবাই যে নেতিবাচক মন্তব্য করেছেন তা কিন্তু না। অনেকেই তার এই বোল্ড অবতারের প্রশংসাও করেছে। দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্থাৎ শুভশ্রীর বোন লেখেন, 'লাল ঠোঁট আর তুমি।' জনপ্রিয় ডিজাইনার পরমা লেখেন, 'হ্যালো হটি।' অভিনেত্রীর এক অনুরাগী লেখেন, 'আপনি যেন ব্ল্যাক বিউটি। কী সুন্দর দেখাচ্ছে।'

সোহিনীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম  কাবুলিওয়ালা। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মিঠুন চক্রবর্তী। সোহিনী ছিলেন সেখানে তিনি মিনির মায়ের চরিত্রে।

এসি/

প্যান্ট অভিনেত্রী সোহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন