শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক

রণবীর সিংহের ছবির সেটে উড়ছে পাকিস্তানের পতাকা, নতুন বিতর্কের মুখে অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পহেলগাঁও কাণ্ডের পরে ভারতে নিষিদ্ধ হন পাকিস্তানের শিল্পীরা। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান একেবারে বন্ধ। এবার রণবীর সিংহের সিনেমার সেটেই উড়ছে পাকিস্তানের পতাকা! অভিনেতা তার ৪০তম জন্মদিনে নিজের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রচার ঝলক প্রকাশ্যে আনেন। সেই ছবির সেট থেকে ভাইরাল হলো ছোট্ট একটা দৃশ্য। তা দেখেই রণবীরের উপর রুষ্ট নেটপাড়া। খবর আনন্দবাজার পত্রিকার।

রণবীর সিংহের ছবির সেটে পাকিস্তানের পতাকা দেখে অনেকে ভেবেছিলেন, এই ছবির শুটিং হয়তো প্রতিবেশী রাষ্ট্রে হচ্ছে। কিন্তু তা সত্য নয়। বরং আদিত্য ধর পরিচালিত এই ছবির বেশ কিছু অংশে দেখা যাবে পাকিস্তানের প্রেক্ষাপট। সে সব দৃশ্যের পুরোটাই শুটিং করা হয়েছে পাঞ্জাবের লুধিয়ানায় শহরে। প্রায় ৬ একর জমির উপর সেট তৈরি করেন শিল্প নির্দেশক সাইনি জোহরভ। অনেকটা শুটিং হয়েছে থাইল্যান্ডেও।

বেশ কয়েক দিন আগেই সাইনি জানান, এই ছবিতে পাকিস্তানের অলিগলি দেখা যাবে। পরিচালক হিসেবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোনও আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় এ দেশে, নয় বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে। পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এসব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্পর্কে ওয়াকিবহাল হন। তৈরি করেন সেট।

যদিও একটা ছোট্ট দৃশ্য দেশেই অনেকে ঝাঁপিয়ে পড়েছেন, কটাক্ষে জর্জরিত করছেন। কেউ জানতে চেয়েছেন, ‘সেটে পাকিস্তানের পতাকা কেন রাখা হয়েছে?’ আবার কারও কটূক্তি, ‘বলিউডের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে।’ কেউ আবার রণবীর সিংহকে নির্লজ্জ বলে কটাক্ষ করতেও ছাড়েননি।

জে.এস/

রণবীর সিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250