বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

বিসিএস প্রিলি পরীক্ষার দায়িত্বে থাকবেন ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৯২টি কেন্দ্রে একজন করে ৯২ জন ও সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার (১৮ই জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ৩০শে জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ ধরনের) ঢাকার ৯২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে ভ্রাম্যমাণ আদালত আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯২টি কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে ১০ জন দায়িত্ব পালন করবেন।

নিয়োগ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মঙ্গলবার (২০শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় কর্মকমিশন সচিবালয় ঢাকায় রিপোর্ট করার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

জে.এস/

বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250