শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

বছরের প্রথম দিনে এস আলমের বন্ধ কারখানাগুলো খুললো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিল্পগ্রুপ এস আলমের মালিকানাধীন বন্ধ ঘোষণা করা কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) ৭টি কারখানার পাশাপাশি এগুলো সচল রাখতে গড়ে তোলা ২টি বিদ্যুৎ কারখানাও খুলে দেওয়া হয়। তবে খুলে দেওয়া কারখানাগুলো কতদিন চালু থাকতে পারে তা নির্দিষ্ট করে জানা যায়নি।

খুলে দেওয়া কারখানাগুলো হচ্ছে- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্টিপস লিমিটেড।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, লোকাল এলসির মাধ্যমে বা বিভিন্ন ধরনের লোন করে চালানোর চেষ্টা করছি। সামনে রমজান। এসময় যাতে ভোগ্যপণ্যের খুব বেশি সমস্যা না হয় এবং মানুষের যাতে কষ্ট না হয়। এজন্য আমরা চট্টগ্রামের কর্ণফুলীর ৯টি কারখানা খুলে দিচ্ছি। 

ঢাকার গ্যালকো স্টিল খুলে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেখানে প্রোডাকশন আমরা বন্ধ রাখিনি। কারখানার একটি অংশ বন্ধ ছিল। কিন্তু আমরা অফিসিয়ালি প্রজ্ঞাপন দিয়ে কারখানাটি বন্ধ করিনি। একারণে এটা হিসেবের মধ্যে আসবে না।

আরও পড়ুন: চাঁদপুরে ৭ মণ কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত

এসি/ আই.কে.জে/

এস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন