ছবি: সংগৃহীত
আসিফ সোহান
সবাই দেখেছেন, গতকাল সোমবার (৫ই মে) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আমি দেখেছি, এক মমতাময়ী মাকে। আমার মা বেঁচে নেই, সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, সেজন্যই হয়তো আমি এভাবে দেখেছি। মায়ের পরম মমতার কাঙালপনার কারণে।
দেখলাম, ৮০ বছর বয়সের বৃদ্ধা এক মা খালেদা জিয়াকে। ব্রিটেনের লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদায় জানাতে তার ছেলে তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সঙ্গে আসা পাশের সবাইকে বারবার খালেদা জিয়া বলছেন- ‘ভাইয়ার খেয়াল রেখো’।
স্পষ্ট করে বলি বিষয়টি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ার আগে গতকাল স্থানীয় সময় দুপুরে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান তাকে বিদায় জানাতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার (তারেক রহমান) খেয়াল রেখো।’
বিমানবন্দরে অপেক্ষার ফাঁকে ছেলে তারেক রহমানকে খালেদা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন, ‘কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি?’ জবাবে তারেক রহমান বলেন, ‘তুমি উঠে গেলে, জাইমা চলে আসলে, আমি চলে যাব।’ পরে বিদায় নেওয়ার সময় অপেক্ষারত নেতাকর্মীদের খালেদা জিয়া বলেন, ‘ভালো থেকো তোমরা। ভাইয়ার খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।’
একজন মা, সন্তানের জন্য সব বয়সে সমান মমতাময়ী। সন্তানের জন্য এক মহাসমুদ্র ভালোবাসা বুকে নিয়ে চলার নাম মা। প্রাণজুড়ানো অনুভূতির নাম মা। যার মা নেই, সে বোঝে মা কী, মা কাকে বলে, মা কেমন হন। মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলে এক দুনিয়ার যন্ত্রণা পালিয়ে যায়।
আব্রাহাম লিংকন ঠিকই বলেছিলেন, ‘পৃথিবীতে যার মা নেই, সে দরিদ্র।’ মা জাতিকে নিয়ে বলা আরেক মনীষীর বাণীও চিরন্তন সত্য, ‘নারী বা মা জাতিরা পৃথিবীর অর্ধেক, বাকি অর্ধেককে তারা জন্ম দেন। মা সবার প্রেরণার বাতিঘর।’
মহান আল্লাহ-তায়ালার কসম করে বলছি, ওপরের বাক্যগুলো লিখতে লিখতে আমার দু’চোখ এমন ঝাপসা হয়ে এসেছে, চারপাশের কিছুই দেখতে পাচ্ছি না। বাচ্চা দু’টি আইপ্যাড নিয়ে পাশে বসা, মনটা চিৎকার করে কাঁদতে চাচ্ছে। এ বয়সে জোরে কান্নাও যে সন্তানের সামনে বেমানান!
আড়ালে চোখ মুছে, চশমা মুছে বাকি অংশটুকু লিখছি। সেই ছোট্টবেলায় মাকে হারিয়ে জীবনের মাঝ বয়সে এসে মিথ্যে বলবো না, আজও কোনো সন্তানের জন্য মায়ের ভালোবাসা দেখলে হয়তো হিংসা হয়, নয়তো কান্না আসে।
সন্তানের কাছে সারাজীবনই মা শুধুই মা, ভালোবাসার অফুরান সাগর মা। সুস্থতায়, অসুস্থতায়, মৃত্যুশয্যায় প্রধানমন্ত্রী হোন, রাষ্ট্রপতি হোন, দেশনেত্রী হোন, ৮০ বছর বয়সের বৃদ্ধা হোন, হুইল চেয়ারে বসা মা-ও চিন্তা করেন তার সন্তান যেনো ভালো থাকে।
গতকাল দেশনেত্রী খালেদা জিয়া হিথরো বিমানবন্দরে সেটাই আবার প্রমাণ করলেন, মা সবসময়ই মা। মা শীতল শান্তির প্রেরণার জায়গা, নিঃস্বার্থ ভালোবাসার বিমূর্ত প্রতীক। মায়ের বিকল্প কেউ হয় না। মায়ের অকৃপণ স্নেহমমতা, অকৃত্রিম ভালোবাসা আর কোথাও মেলে না। অনিশ্চিত বাংলাদেশে ফিরে আসতে আসতে মা বলে এলেন ‘তোমরা, ভাইয়ার খেয়াল রেখো।’
এইচ.এস/