ছবি: সংগৃহীত
রাশিয়ার একটি ড্রোন সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর ইউরোপের পূর্ব প্রান্তের প্রতিরক্ষা শক্তিশালী করতে ন্যাটো নতুন অভিযান শুরু করেছে। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) এ তথ্য জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে। খবর রয়টার্সের।
রুটে বলেন, ‘ইস্টার্ন সেনট্রি’ নামের এই অভিযানে ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং আরও কয়েকটি দেশের অংশগ্রহণ থাকবে। অভিযানটি আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে।
রুটে বলেন, ইস্টার্ন সেনট্রি আমাদের প্রতিরক্ষা অবস্থানকে আরও নমনীয় ও শক্তিশালী করবে। প্রতিরক্ষামূলক জোট হিসেবে আমরা সবসময় প্রস্তুত আছি—এটি সে বার্তাই দেবে।
তিনি আরও যোগ করেন, রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্ব সীমান্তে রাশিয়ার বেপরোয়া কার্যকলাপ এখন ঘন ঘন ঘটছে, যা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য।
ন্যাটোর সর্বোচ্চ সামরিক কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ জানান, এ অভিযানে থাকবে নমনীয় ও দ্রুত প্রতিক্রিয়ার কৌশল, সমন্বিত আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থা এবং ন্যাটো সদস্যদের মধ্যে বাড়তি গোয়েন্দা তথ্য আদান-প্রদান।
জে.এস/
খবরটি শেয়ার করুন