বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া

সবচেয়ে নিরাপদ সড়ক কোন দেশে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি দেশের সড়ক কতটা নিরাপদ তা যাচাই করা হয় সাধারণত প্রতি ১ লাখ জনসংখ্যার কতজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সেই পরিসংখ্যানে। এই সংখ্যা অনুসারে, আইসল্যান্ডে বিশ্বের সবচেয়ে নিরাপদ রাস্তা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে সম্প্রতি পাওয়া ২০২৩ সালের ডাটা অনুসারে প্রতি ১ লাখে এখানে গড় মৃত্যুর হার ২.১ জন।

খুব বেশি পিছিয়ে নেই নরওয়ে, সুইজারল্যান্ড এবং সুইডেন, যার প্রতি ১ লাখে বছরে গড় ২.২ জন সড়কে কোনো না কোনো দুর্ঘটনায় মারা যায়। প্রতি ১ লাখ জনে ৪.৮ জন মারা যাওয়ার গড় মৃত্যুর হারসহ সড়ক নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়া শীর্ষস্থান থেকে অনেক পেছনে রয়েছে।

প্রায় ১৩ হাজার কিলোমিটার প্রধান সড়কসহ আইসল্যান্ডে অস্ট্রেলিয়ার তুলনায় বিশেষভাবে কঠোর সড়ক আইন নেই। এখানে ড্রাইভিং লাইসেন্স রাখার ন্যূনতম বয়স ১৭ বছর, সিটবেল্ট বাধ্যতামূলক, হ্যান্ডহেল্ড মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং গতি সীমা সাধারণত জনবহুল এলাকায় ৩০-৫০ কিলোমিটার/ঘণ্টা, গ্রামীণ এলাকায় নুড়ি রাস্তায় ৮০ কিলোমিটার/ঘণ্টা এবং পাকা রাস্তায় ৯০ কিলোমিটার/ঘণ্টা।

২০১৮ সালে আইসল্যান্ড রক্তে অ্যালকোহল ঘনত্ব সীমা ০.০৫ শতাংশ থেকে ০.০২ শতাংশে নামিয়ে এনেছে। আইসল্যান্ড গণপরিবহন, সাইকেল চালানো এবং হাঁটার মতো গাড়ির বিকল্পগুলোর ব্যবহারে মানুষকে উৎসাহিত করে। পাশাপাশি সাইকেল চালক এবং বাস চালকরা আইন মেনে চলছে কি না সেই বিষয়ে কঠোরভাবে তদারকি করে। তবে সবচেয়ে বেশি সচেতন হচ্ছে সেদেশের নাগরিক। তারা কথোরভাবে এসব আইন মেনে চলেন রাস্তায়। ফলে দুর্ঘটনাও অনেক কম হয়।

আরো পড়ুন : পুলিশে চাকরি নিয়ে বাবার খুনিকে ২৫ বছর পর ধরলেন মেয়ে

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের তথ্যের ভিত্তিতে, বিশ্বের সবচেয়ে বেশি সড়ক মৃত্যুর হারের দেশটি পশ্চিম আফ্রিকার গিনি। গিনিতে প্রতি ১ লাখ জনসংখ্যার আনুমানিক ৩২.৪ জন সড়ল দুর্ঘটনায় মারা যান। শুধু ২০২১ সালেই গিনির রাস্তায় ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

অন্যান্য আফ্রিকান দেশগুলোও বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনার তালিকায় একেবারে উপরের সারিতেই। লিবিয়ায় প্রতি ১ লাখের ৩০ জনের উপরে মৃত্যুর হার রেকর্ড করে, যেখানে জিম্বাবুয়ের মৃত্যুর হার প্রতি ১ লাখে ২৯.৯ জন।

তবে বিশ্বের অনেক দেশ সড়কে মৃত্যু শূন্যতে নামিয়ে আনার জন্য নানান প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ‘ভিশন জিরো’। দেশের মানুষকে সড়কে জীবনের নিরাপত্তা দিতেই এই উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ।

সর্বপ্রথম ১৯৯৭ সালে সুইডিশ পার্লামেন্টে সড়ক নিরাপত্তার জন্য একটি নতুন দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং নীতি কৌশল পাস হয়, যেটির নাম দেওয়া হয় ভিশন জিরো। লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনায় কেউ যেন নিহত বা গুরুতর আহত না হন। বর্তমানে ভিশন জিরো এখন বিশ্বব্যাপী একটি আন্দোলন। এরই মধ্যে সুইডেন ‘ভিশন জিরো’ কৌশল বাস্তবায়নে এরই মধ্যে সফলতা পেয়েছে। দুই দশকের কিছু বেশি সময় ধরে সুইডেনের বিভিন্ন স্টেকহোল্ডাররা কাজ করে যাচ্ছে রাস্তায় শূন্য প্রাণহানি এবং শূন্য গুরুতর জখমের লক্ষ্যে।

সূত্র: ড্রাইভ ডটকম

এস/ আই.কে.জে

নিরাপদ সড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন