বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** শীতে পিঠ ব্যথা করে—টাইম ম্যাগাজিনকে তারেক রহমান *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’

অস্ত্র কেনা ও মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীর আলোচনা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে সোনারগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তার অনুসারীদের এসব নিয়ে আলোচনা করতে দেখা যায়। 

বজলুর রহমান তার সমর্থকদের নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের একজন বলেন, নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। আরেকজনকে বজলুর রহমানের কানের কাছে গিয়ে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের কথোপকথনে অবৈধ অস্ত্র মজুতের বিষয়টি উঠে আসে।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে প্রচারে নেমেছেন বজলুর রহমান। তার সঙ্গে থাকা সবাই এই প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এই ভিডিওর বিষয়ে জানতে বজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি। 

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘ভিডিওর  বজলুর রহমান বিএনপি প্রার্থী মান্নানের এক নম্বর লোক। সে সারাক্ষণ তার সঙ্গে থাকে এবং তার কমিটির পদে রয়েছে। আমার নামে যা বলা হচ্ছে সেটা অপপ্রচার।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, ‘ভিডিওটি আমার নজরে আসেনি। অস্ত্র কেনা বা মজুত নিয়ে এমন কিছু হলে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, অস্ত্র নিয়ে আলাপচারিতার ভিডিও সম্পর্কে তারা অবগত। এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করে যাচ্ছে। 

র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভিডিও সম্পর্কে অবগত আছেন। এ নিয়ে কাজ চলছে।

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250