বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিগবসে যাচ্ছেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় রিয়ালিটি টিভি শো ‘বিগবস’। এটি সেলিব্রিটি এবং সাধারণ মানুষদের নিয়ে একটি রিয়ালিটি শো, যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা, মতবিরোধ, সম্পর্ক এবং আচরণ দেখানো হয়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বলেন, ‘বিগবসে যায়গা নাকি?’ 

তবে তিনি আসলেই বিগবসে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা যায়নি। সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও পড়ুন: ‘বাংলাদেশে কেউ হিন্দুদের ওপর নির্যাতন করছে না’

মিথিল সরকার নামে এক ভক্ত লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আপনার কাছ থেকে আমরা আরো সুন্দর কাজ আশা করছি।’ আরেকজনের ভাষ্য, ‘তাহলে তো নতুন আরেক পরীকে দেখতে পাবো।’

এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমি তোমাকে সঙ্গ দেবো, গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে ফেলবে।’

প্রসঙ্গত, পরীমণি কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন।

এসি/কেবি

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250