শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

গোয়ার বদলে অযোধ্যায় হানিমুন, ফিরেই ডিভোর্স চাইলেন নববধূ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় ভারতের ছোট রাজ্য গোয়ায় নববধূকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা ছিল স্বামীর। কিন্তু এর বদলে স্ত্রীকে উত্তরপ্রদেশের অযোধ্যায় নিয়ে যান তিনি। আর এই কারণে স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন দেশটির মধ্যপ্রদেশের বাসিন্দা ওই নববধূ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে অযোধ্যায় হানিমুনে যান ওই নবদম্পতি। মাত্র পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী কথা দেন তাকে নিয়ে গোয়ায় হানিমুনে যাবেন। কিন্তু গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ায় হানিমুন থেকে ফেরার ১০ দিন পর গত ১৯ই জানুয়ারি এক পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন জানান তিনি। ডিভোর্সের আবেদনে ওই নারী বলেছেন, তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান। তিনি নিজেও কাজ করেন এবং ভালো বেতন পান। যার অর্থ হানিমুনে বিদেশে যাওয়া তাদের জন্য কোনও ব্যাপার ছিল না।

আরো পড়ুন: চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের নিপার

আর্থিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও স্বামী তাকে বিদেশে হানিমুনে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এর বদলে তাকে নিয়ে ভারতেই ঘোরার কথা বলেন। তার স্বামী জানান, বাবা-মাকেও তার দেখতে হবে। এ কারণে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গোয়ায় হানিমুন করার কথা বললেও তিনি অযোধ্যা এবং বারাণসীর বিমানের টিকিট কেনেন। কিন্তু এ বিষয়ে স্ত্রীকে হানিমুনে যাওয়ার আগের দিন তিনি বলেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে ঘুরতে যেতে চেয়েছেন তার মা। এ কারণে গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

তবে ওই সময় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বামীর সঙ্গে অযোধ্যায় যান এবং সেখান থেকে ঘুরেও আসেন নববধূ। হানিমুন শেষ করে আসার পরই তিনি ডিভোর্সের আবেদন করেন। ডিভোর্সের আবেদনে নববধূ আরো অভিযোগ করে বলেন, স্ত্রীর চেয়ে পরিবারের সদস্যদের বেশি গুরুত্ব দেন স্বামী।

বর্তমানে এ দুজনকে নিয়ে কাউন্সেলিং করছে ভোপালের একটি পারিবারিক আদালত।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই.কে.জে/



ভারত ডিভোর্স নববধূ হানিমুন গোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250