ছবি: সংগৃহীত
প্রায় ৩০ ঘণ্টার দীর্ঘ যাত্রা পেরিয়ে প্রথমবারের মতো কাজাখস্তানে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা 'দম'-এর শুটিংয়েই তার এই সফর।
ঢাকাই সিনেমা থেকে ভারতীয় বাংলা—দুই বাংলাতেই দীর্ঘদিন ধরে জনপ্রিয় চঞ্চল চৌধুরীর অভিনয় মানেই দর্শকের কাছে আলাদা প্রত্যাশা। নতুন এই ছবিতেও ভিন্ন কিছু থাকছে বলে জানান তিনি। কাজাখস্তান থেকে ঢাকার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরী বলেন, 'এখানে প্রচণ্ড শীত। মাইনাস ডিগ্রি চলছে। মঙ্গলবার (২৫শে নভেম্বর) ভোরে দেশ থেকে রওনা দিয়ে আজ (বুধবার) পৌঁছেছি। কাজাখস্তান নেমে তারপর গাড়িতে করে আরও ৬–৭ ঘণ্টা জার্নি করেছি। সব মিলিয়ে প্রায় ৩০ ঘণ্টার যাত্রা।'
পৌঁছে প্রথম অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, 'কঠিন অবস্থা। এত শীত! এয়ারপোর্টে নেমে বুঝতে পারি কী ভয়াবহ শীত। যে শীতের পোশাক পরে এসেছি সেটি এখানে কিছুই না। হাতে মোজাও পরতে হয়েছে। নামার পর দ্রুতই গাড়িতে উঠে যাই।'
শুটিং কখন শুরু হবে—এই প্রশ্নে চঞ্চল জানান, 'এয়ারপোর্ট থেকে লম্বা জার্নি করে একটা ঘুম দিয়েছি। একটু আগে লাঞ্চ করলাম। বৃহস্পতিবার থেকে আমার অংশের শুটিং শুরু হবে। রুমে বসেই প্রস্তুতি চলছে।'
কাজাখস্তানের শীত নিয়ে তিনি আরও বলেন, 'ঘরেই থাকা যাচ্ছে না। বাইরে যে কী হবে? অনেকগুলো শীতের পোশাক পরে আছি। তারপরও শুটিং করতে হবে। গল্পটাই তো এরকম।'
সিনেমা 'দম' সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে চঞ্চল বলেন, 'পুরো গল্প পরে হবে। একটু বলি, প্রতি মুহূর্তে উত্তেজনা আছে। টান টান উত্তেজনার গল্প। একজন মানুষ দুর্ঘটনার কবলে পড়ে। সেখান থেকে কীভাবে বের হয়ে আসবে? এইরকম আবহাওয়ার মধ্যেই কাজটি করতে হবে।'
দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'সত্যি কথা বলতে কাজাখস্তান পৌঁছাতেও দম লাগে! যেখানে পৌঁছাব সেই রাস্তা যেন শেষই হয় না। আর এখানে আসার পর মনে হচ্ছে, এত শীত সইব কেমন করে?'
দর্শকদের ভালোবাসা প্রসঙ্গে চঞ্চল বলেন, 'চেষ্টা করি ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে। দর্শকদের ভালোবাসা আমার জন্য অনেক কিছু। "দম" সিনেমা দিয়েও দর্শকদের ভালোবাসা পেতে চাই।' 'দম' সিনেমায় চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি।
জে.এস/
খবরটি শেয়ার করুন