শনিবার, ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান সিনেমায়ও জনপ্রিয়তা পেয়েছিলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৪শে জুলাই) ৭১ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। রেসলিং রিংয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি হোগান গড়েছিলেন সিনেমার ক্যারিয়ারও। তার মৃত্যুতে শেষ হলো এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যার প্রভাব রেসলিংয়ের রিং ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বিনোদনজগতে।

অন্য অনেক রেসলারের মতো হোগানও পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন বিভিন্ন সিনেমায়। যদিও তার অভিনীত চলচ্চিত্রগুলো ডেভ বাউতিস্তা বা ডোয়াইন ‘দ্য রক’ জনসনের মতো আলোচনায় আসেনি, তবু হাল্ক হোগানকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক সিনেমা। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

হলিউডের বড় বাজেটের কোনো ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জায়গা না পেলেও, পার্শ্বচরিত্রে বেশ দক্ষ ছিলেন হাল্ক হোগান। ১৯৮২ সালে ‘রকি থ্রি’ সিনেমায় ‘থান্ডারলিপস’ চরিত্র দিয়ে সিনেমায় পা রাখেন তিনি।

হোগান প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন ‘নো হোল্ডস বার্ড’ সিনেমায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমা তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। এতে তিনি রেসলার ‘রিপ থমাস’ চরিত্রে অভিনয় করেন, যা তার বাস্তব রেসলিং ব্যক্তিত্বকে কেন্দ্র করেই তৈরি। সমালোচকদের প্রশংসা না পেলেও রেসলিং–ভক্তদের মধ্যে ছবিটি কাল্ট ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে।

হোগান অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মিস্টার ন্যানি’, ‘সাবারবান কমান্ডো’, ‘সান্তা উইথ মাসলস’, ‘মাপেটস ফ্রম স্পেস’। ছবিগুলো বক্স অফিসে সাফল্য পায়নি, তবে পর্দায় তার উপস্থিতি অনেক দর্শকের মনেই জায়গা করে নিয়েছিল। পর্দায় তাঁর প্রভাব ও উপস্থিতি ছিল নিঃসন্দেহে একেবারে হাল্ক স্টাইলেই।

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হলিউড হলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন