রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে কয়েক দিন ধরে। বৃহস্পতিবারও দিনভর দেশজুড়ে থেমে থেমে ঝরেছে বৃষ্টি। ভোগান্তিতে পড়েছে মানুষ। আজ শুক্রবার থেকে বৃষ্টি কমে আবার গরম পড়তে পারে। তবে টানা দু’দিনের বৃষ্টিতে তিস্তাসহ বিভিন্ন অঞ্চলের নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত দেশের সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি বুধবারই দুর্বল হয়েছে। এর কারণে বুধবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বৃষ্টি থাকবে না এমন নয়, তবে কমে আসবে। এরপর তাপমাত্রা বাড়তির দিকে যাবে। কিন্তু গত কয়েক দিন যেমন গরম ছিল, এমন গরম পড়বে না। অবশ্য রংপুর বিভাগে আগামী আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। পরবর্তীতে ১লা অক্টোবর থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি। গতকাল সর্বোচ্চ ১৫৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে নীলফামারীর সৈয়দপুরে। ঢাকায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 

আই.কে.জে/

বৃষ্টিপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন