ছবি: সংগৃহীত
ফুটবল দুনিয়ায় নতুন সম্ভাবনার নাম লামিনে ইয়ামাল। বার্সেলোনার এ স্প্যানিশ তারকা ইতিমধ্যে নিজের দক্ষতায় মুগ্ধ করেছেন সবাইকে। ব্যস্ত মৌসুম শেষে ১৭ বছর বয়সী ইয়ামাল লম্বা ছুটিতে আছেন। স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছে, ১৩ বছরের বড় প্রেমিকা স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজের সঙ্গেই নাকি তার এ লম্বা ছুটি কাটছে।
ছুটি কাটাতে ইতালিতে অবস্থান করছেন ইয়ামাল। সেখানে একটি রিসোর্টের সুইমিংপুলের পাশে বিশ্রামরত একটি ছবি তিনি প্রকাশ করেন ইনস্টাগ্রামে। এরই মধ্যে স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানকর্মী ফাতি ভাজকেজও একটি ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রামে, একই জায়গা, একই সুইমিংপুল। এতেই শুরু হয় আলোচনা।
মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইয়ামাল ও ৩০ বছর বয়সী ফাতি ভাজকেজ একই রিসোর্টে সময় কাটিয়েছেন এবং দু’জন প্রেমের সম্পর্কে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দু’জনের বয়সের ব্যবধান ১৩ বছর হলেও তা যেন বাধা নয় ভালোবাসায়।
আরেক স্প্যানিশ সাময়িকী লেকচারাস একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ইয়ামাল ও ফাতিকে একসঙ্গে স্পিডবোটে দেখা যায়। ইয়ামাল চালাচ্ছেন, আর পেছনে বসে তাকে জড়িয়ে ধরে আছেন ফাতি। এতে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
খবরটি শেয়ার করুন