বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

২০০৯ সালে তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এই অনুষ্ঠান হয়।

হাফিজ উদ্দিন বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি শক্তি ও প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত। এর সঙ্গে সঙ্গে ব্যর্থতা ও গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদকে। বাংলাদেশের মিডিয়া মাঝে-মধ্যে ইরেস্পন্সিবল কথাবার্তা বলে। যেটি আমরা ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারিতে দেখেছি।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর আইনে আছে, কোথাও যদি একটি বিদ্রোহ সংঘটিত হয়, এই বিদ্রোহের কথা যে শুনে এবং দেখে, সে যদি সর্বোচ্চ চেষ্টা না করে এই বিদ্রোহ থামাতে, তাহলে সেও এই বিদ্রোহের জন্য অভিযুক্ত হবে। ওইখানে বিডিআরের যারা ছিল, তারা যদি বিদ্রোহ থামাতে উদ্যোগ না নিয়ে থাকে, তাহলে তারাও অভিযুক্ত। সুতরাং, সামরিক বাহিনী ও বিডিআরের আইন সম্পর্কে জেনেশুনে আপনারা রিপোর্ট করবেন।’

তিনি বলেন, ‘দুঃখ লাগে, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ তার কমরেডদের বাঁচানোর চেষ্টা না করে তিনি অনির্বাচিত একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসে ছিলেন। তাকে কে বলেছিলেন প্রধানমন্ত্রীর কাছে যেতে? তার তো উচিত ছিল তার কমরেডদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা।’

তিনি আরও বলেন, ‘আমরা এত বছর ধরে চেষ্টা করেছি, এই দিনটিকে (২৫শে ফেব্রুয়ারি) যেন শহীদ সেনা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে সেই স্বীকৃতি পাওয়া গেছে। সেজন্য আমি বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বাংলাদেশের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।’

হা.শা./কেবি


হাফিজ উদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন