মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

রিয়াল মাদ্রিদ সম্পর্কে যা বলছেন লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

লামিনে ইয়ামাল এবার মৌসুমজুড়ে গোল করে ও গোল করিয়ে একের পর এক জয়ে অবদান রেখেছেন। পুরো মৌসুম দারুণভাবে কাটানোর পরও ইয়ামালের চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা অধরাই থেকে গেছে। সম্প্রতি মৌসুম শেষে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। খবর এফসিবিএনের।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া এক রিয়াল মাদ্রিদে খেলার সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলেছেন, ‘আমার ক্যারিয়ারে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অসম্ভব।’

এ ছাড়া আগামী মৌসুমে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘আমি প্রতিবছর উন্নতি করব। আগামী বছরে আমি আরও বেশি গোল করব, আরও বেশি অ্যাসিস্ট (গোল করানো) করব। আর শারীরিকভাবে এখনকার চেয়ে বেশি শক্তিশালী হব।’

তবে এর পাশাপাশি বার্সা সম্পের্কে মানুষের ভাবনার বিষয়ে ইয়ামাল বলেন, ‘আমরা উন্নতি করছি, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে, আমরা সেরা। মাদ্রিদ যখন আর্সেনালের কাছে হারল, তখনো সবাই তাদের ফেরার সম্ভাবনায় বিশ্বাস রেখেছিল। কিন্তু আমরা ইন্টারের সঙ্গে ড্র করার পর সবাই আমাদের নিয়ে সন্দেহ করেছিল। এ দৃষ্টিভঙ্গি বদলানো দরকার।’

বার্সার সঙ্গে ইয়ামালের সম্পর্ক ক্লাবের সাধারণ একজন খেলোয়াড়ের সম্পর্কের চেয়ে বেশি কিছু। এর ফলে তার পক্ষে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কথা বিবেচনা করা অসম্ভব বলে বিবেচিত হওয়া স্বাভাবিক।

রিয়াল ও বার্সার মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি করা না থাকলেও নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা একরকম ‘নিষিদ্ধ’ই বলা চলে। উভয় দল এ বিষয়টি মেনে আসছে।

আরএইচ/



রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন